পূর্ণেন্দু সিংহ ও সমীরণ পাল, বাঁকুড়া: ৫ বছর পর ফের বামেদের (CPIM) হাতে ফিরল বাঁকুড়ার (Bankura) ছাতনার মেট্যালা গ্রাম পঞ্চায়েত (Gram Panchayat)। ১৯৭৭ সাল থেকে এই পঞ্চায়েতে সিপিএমের একচেটিয়া আধিপত্য ছিল। কিন্তু ২০১৮-র নির্বাচনে এই পঞ্চায়েতটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছিল তৃণমূল (TMC)। 


এবার, নির্দলের সমর্থন নিয়ে মেট্যালা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গড়ল সিপিএম। ছাতনা ব্লকের মেট্যালা গ্রাম পঞ্চায়েতের ১৪টি আসনের মধ্যে ৬টিতে জয়ী হয় সিপিএম। তৃণমূলের দখলে যায় ৫টি ও বিজেপি ২টি আসন দখল করে। নির্দল জয়ী হয় একটি আসনে।                                                                       


শুক্রবার বোর্ড গঠন প্রক্রিয়ায় অংশ নেয়নি বিজেপি। নির্দল প্রার্থীর সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা পায় সিপিএম। নির্দলদের সমর্থনে বাঁকুড়ায় খাতা খুলেছে সিপিএম। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার আমডাঙার মরিচা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করতে বিজেপির সঙ্গে হাত মিলেয়েছে বামেরা। 


এই পঞ্চায়েতের ২৪টি আসনের মধ্যে ১০টিতে জয়ী হয় তৃণমূল। বিজেপি পায় ৭টি আসন। সিপিএম দখল করে ৪টি ও ফরওয়ার্ড ব্লক ২টি আসনে জয়ী হয়।                                                                                                 


আরও পড়ুন, 'দোষীকে ফাঁসি দিয়ে আমার বুকের জ্বালা মেটান', মুখ্যমন্ত্রীকে করুণ আর্তি স্বপ্নদীপের বাবার


সিপিএম ও ফরওয়ার্ড ব্লক সমর্থন করায় ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলে বিজেপি। আমডাঙার মরিচা গ্রাম পঞ্চায়েতে প্রধান হয়েছেন বিজেপির সঞ্জীব ওঁরাও ও উপপ্রধান হয়েছেন সিপিএমের বাসন্তী হেমব্রম। 


রাম-বাম জোট নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেও, একাধিক জায়গায় বিজেপি ও সিপিএমের সমর্থন নিয়ে বোর্ড গড়তে দেখা গেছে রাজ্যের শাসক দলকে। যদিও তা মুখে স্বীকার করতে নারাজ তৃণমূল।