পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া:  আইসিডিএস কেন্দ্রের (ICDS Center) খাবারে টিকটিকি (Lizard)। খাবার খেয়ে অসুস্থ বেশ কিছু শিশু, এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 


ঠিক কী ঘটেছে?


আইসিডিএস সেন্টারের খাবার থেকে টিকটিকি বের হতেই এলাকায় আতংক। ঘটনায় একাধিক শিশু অসুস্থ হয়েছে বলেই খবর। ঘটনা বাঁকুড়ার ছাতনা ব্লকের বাঁদরডিহা আই সি ডি এস কেন্দ্রের।  আইসিডিএস কেন্দ্রের রান্নাঘর অপরিচ্ছন্নতা থাকার কারণে এই ঘটনা বলে দাবি স্থানীয় মানুষের। 



এদিকে, খাবারের টিকটিকি উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়াল বাঁকুড়ার ছাতনা ব্লকের বাঁদরডিহা আইসিডিএস কেন্দ্রে। সোমবার থেকেই পুজোর ছুটির পর আইসিডিএস কেন্দ্রগুলিতে রান্না ও পঠন পাঠন শুরু হয়। এদিন এই কেন্দ্রের রান্না করা খিচুড়ি বাড়ি নিয়ে যান শিশু ও অভিভাবকরা। এক উপভোক্তার নজরে আসে যে ওই খিচুড়ির মধ্যে টিকটিকি রয়েছে। নজরে আসতেই খবর চাউড় হয়ে যায়। 


ইতিমধ্যেই অনেক শিশু ও মায়েরা এই খাবার খেয়েও নেন। আবার অনেকেই খবর পেয়ে সেই খাবার আর খাননি। এদিকে খাবার খেয়ে বেশ কিছু শিশুর বমি শুরু হয়। জানা গেছে, ঘটনায় ১২ জন শিশুকে নিয়ে আসা হয়েছে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে। 


এক অসুস্থ শিশুর মা বলেন, 'আমরা অনেকেই না জেনে ওই রান্না খেয়ে ফেলেছিলাম। এরপর দু-একজন অসুস্থও হয়ে পড়েছে। ওখানে অপরিষ্কার জায়গায় রান্না করেছে বলে এই হাল। যার রান্না করার কথা তিনি না করে এক বয়স্ক মহিলা রান্না করেছে। অনেকেই অসুস্থ হয়েছে এই খাবার খেয়ে।'  


আরও পড়ুন, 'রেল কর্তৃপক্ষের ঘুম ভাঙবে কবে?', অন্ধ্রে ট্রেন দুর্ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ মমতার


এলাকার মানুষ ও অভিভাবকদের অভিযোগ পুজোর ছুটির পর আইসিডিএস সেন্টার খোলা হয়।  আইসিডিএস সেন্টার ও রান্নাঘর পরিষ্কার না করেই রান্না করে কর্মীরা, এমনই অভিযোগ উঠছে। আর পরিষ্কার না থাকার কারণেই খাবারে টিকটিকি পড়ার ঘটনা ঘটেছে বলে দাবী স্থানীয়দের।                                                          


ঘটনায় আইসিডিএস কর্মীর দিকেই অভিযোগের আঙুল তুলেছে তারা। এই সেন্টারের আইসিডিএস কর্মীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও সামনে এনেছে অভিভাবক স্থানীয় মানুষজন। যদিও আইসিডিএস কর্মীরা এই ঘটনা নিয়ে মুখ খোলেনি।