পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ভয়াবহ আগুনে ভস্মীভূত বাঁকুড়ার জুতোর গুদাম (Bankura News)। সেই আগুন নেভাতে কার্যত হিমশিম খেল দমকল বাহিনী। সন্ধে থেকে আগুনের লেলিহান শিখা। প্রায় চার ঘণ্টা ধরে টানাপোড়েন। তার পর আগুন নেভাতে সক্ষম হল দমকল বাহিনী। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে মধ্যরাত পার হয়ে গেল। প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কয়েক লক্ষ টাকার জুতো পুড়ে গিয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা (Bankura Fire)। 


গুদামের ভিতর প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল


বাঁকুড়া জেলার খাতড়ার ঘটনা। সেখানকার পাম্প মোড়ে অবস্থিত ওই জুতোর গুদাম। শুক্রবার সন্ধেয় ওই গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ আকার ধারণ করে। গুদামের ভিতর প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। তাতেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দু'টি ইঞ্জিন। দীর্ঘ ক্ষণ চেষ্টার পর সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধেয় পাম্প মোড়ের জুতোর একটি গুদাম থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাতে দ্রুত খবর দেওয়া হয় দমকল বিভাগে। প্রথমে খাতড়া থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু গুদামের ভেতর প্রচুর দাহ্য বস্তু মজুত থাকায় দ্রুত আগুন ভয়াবহ আকার ধারণ করে।


আরও পড়ুন: Recruitment Scam : বিচারপতির ভর্ৎসনার পর নিয়োগে দুর্নীতির অভিযোগ ৩জনকে গ্রেফতার CID-র !


পরে দমকলের আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। তারপরও আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় দমকল বাহিনীকে। ওই গুদাম থেকে আগুনের লেলিহান শিখা যে ভাবে বের হতে শুরু করে, তাতে একসময় আশঙ্কা করা হচ্ছিল যে আশপাশের দোকান এবং বাড়িতেও তা ছড়িয়ে পড়তে পারে। তবে দমকলের তৎপরতায় তা ঠেকানো সম্ভব হয়।


জুতো পুড়ে যাওয়ার পাশাপাশি গুদামটিও ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দমকলের দু'টি ইঞ্জিন মিলে প্রায় চার ঘণ্টার চেষ্টায় রাত ১২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে গুদামটিতে মজুত থাকা কয়েক লক্ষ টাকার জুতো পুড়ে যাওয়ার পাশাপাশি গুদামটিও ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। গুদামে আগুন লাগার কারণ জানা যায়নি এখনও পর্যন্ত। কী থেকে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল বাহিনী।