পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাঁকুড়ার (Bankura Accident) ওন্দায় যাত্রী বোঝাই বাস ও পণ্য বোঝাই পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। শেষ অবধি পাওয়া খবরে, বাস ও পিক আপ ভ্যানের চালক-সহ ২০ জন আহত হন।


এদিন সকাল ৭টা নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনা ঘটে। বাঁকুড়া থেকে বিষ্ণুপুর যাচ্ছিল বেসরকারি বাস। উল্টোদিক আসা বাদাম বোঝাই পিক আপ ভ্যান বাসে ধাক্কা মারে। পুলিশ সূত্রে খবর, পিক আপ ভ্যানের পিছনের ডানদিকের চাকা ফেটে যাওয়াতেই এই বিপত্তি।  ঘটনায় বিকট শব্দে ছুটে আসে স্থানীয় মানুষ ও ওন্দা পুলিশ। পিক আপ ভ্যানের ড্রাইভারকে বের করা হয়। পরে বাসের ড্রাইভার ও বাসযাত্রীদের উদ্ধার করা হয়। আহতদের নিয়ে ভর্তি করা হয় ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে। 


প্রসঙ্গত, রাজ্যে বেপরোয়া গতির বলির উদাহরণ ভুরিভুরি (Accident)। সচেতনতা বাড়িয়ে দিতে, সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে উদ্যোগের শেষ নেই রাজ্যের পুলিশ প্রশাসনের। প্রায়শই অভিযোগ ওঠে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে, নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন রাজ্যের সাধারণ মানুষ। কখনও কখনও মদ্যপ অবস্থাতেও গাড়ি চালানোর অভিযোগ উঠেছে। তবে এবার কালী পুজোর রাতে (Kali Puja 2023) যে মর্মান্তিক দুর্ঘটনা সাক্ষী হল উত্তর ২৪ পরগনা জেলা (North 24 Parganas ), তা অন্য সমীকরণই তৈরি করেছে।


গতকাল রাতেই পুলিশ আধিকারিকের গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক ঘটনা উত্তর ২৪ পরগনা জেলায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন যুবকের। তবে এই দুর্ঘটনায় মৃতের পরিবারের বিস্ফোরক অভিযোগ তুলেছে। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের চারাতলা এলাকায় পথ দুর্ঘটনায়  মৃত্যু হয়েছে তিন যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম তন্ময় কীর্তনিয়া,সুজিত হালদার এবং অমিত মাঝি।তারা গোপালনগর থানার পাঁচপোতা গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছেস এদিন নাটাবেরিয়া থেকে বনগাঁর দিকে আসছিল বনগাঁ মহিলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অপরাজিতা বন্দ্যোপাধ্যায়।


আরও পড়ুন,  'শিল্পের নামে মোচ্ছব..', BGBS-র দ্বিতীয় দিনে বিস্ফোরক রাজ্য সরকারি কর্মীদের একাংশ




সেই সময় চারতলা এলাকায় উল্টো দিক থেকে আসা একটি বাইক তিন যুবক সজরে পুলিশ গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। আহত হয়েছেন বনগাঁ মহিলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অপরাজিতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর গাড়ি চালক।এই বিষয়ে বনগাঁ মহিলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অপরাজিতা বন্দ্যোপাধ্যায় বলেন, একটি বাইক মুখোমুখি এসে আমাদের গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয় তাঁদের। মৃতদের পরিবারের অভিযোগ, 'পুলিশ বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল। তার খেসারত দিতে হল এই তিন যুবককে।'