পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: মহালয়ার তর্পণ ঘিরেও রাজনৈতিক তরজা। বাঁকুড়ায় একে অন্যের বিরুদ্ধে আক্রমণ শানাল তৃণমূল ও বিজেপি। এদিন মহালয়া উপলক্ষে রাজ্যে ভোট পরবর্তী অশান্তির ঘটনায় নিহত তৃণমূল কর্মীদের উদ্দেশে দ্বারকেশ্বরের ঘাটে তর্পণ করেন বাঁকুড়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শ্যামল সাঁতরা। এই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। সামনে পুরভোট, তাই মহালয়ার তর্পণ নিয়েও রাজনীতি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তৃণমূল, দাবি গেরুয়া শিবিরের। 


এদিকে, আজ মহালয়া অর্থাৎ পিতৃপক্ষের অবসান৷  আগমনীর গানে অতীতকে স্মরণ করে মায়ের অপেক্ষা৷ বাবুঘাট থেকে বাগবাজার ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ৷ গঙ্গার ঘাটে কড়া নিরাপত্তা। তৎপর কলকাতা পুলিশ ও রিভার ট্রাফিক পুলিশ। শাস্ত্রমতে দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে মর্ত্যধামে নেমে আসেন পিতৃপুরুষরা৷ অপেক্ষা করেন উত্তরসূরীদের কাছ থেকে জল পাওয়ার৷ মহালয়ার দিন অমাবস্যায় তাঁদের উদ্দেশ্যে জলদানই তর্পণ৷


অন্যদিকে, মহালয়ার দিন কুমারটুলি সর্বজনীনের চক্ষুদান পর্ব সম্পন্ন হল। একদিকে মায়ের চক্ষুদান, আরেকদিকে মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার। শারদোত্সবের আনন্দে মিশে রইল অভিনব ভাবনা। মহালয়ার সকালে টালা প্রত্যয়ের চক্ষুদান সম্পন্ন হয়। ৯৬ বছরে পা দিল এই পুজো। এবারে টালা প্রত্যয়ের বিষয় ভাবনা, নির্বাধ। 


মহালয়ার সকালে নিউ আলিপুরে আবার মঙ্গলযাত্রা হয়। এদিন স্থানীয় চণ্ডী মন্দির থেকে কলস নিয়ে শুরু হয় বর্ণময় পদযাত্রা। মহালয়া উপলক্ষে কলস স্থাপন করা হয়। পদযাত্রায় অংশ নেন কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য তারক সিং ও ১১৬ ও ১১৭ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর।