মুম্বই : টেলিভিশনের একসময় জনপ্রিয় ধারাবাহিক ছিল রামানন্দ সাগরের 'রামায়ণ' (Ramayana)। সেই ধারাবাহিকে 'রাবণ'-র চরিত্রে অভিনয় করেছিলেন কিংবদন্তি অভিনেতা অরবিন্দ ত্রিবেদী (Arvind Trivedi)। মঙ্গলবার রাতে ৮২ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। সূত্রের খবর, কয়েকদিন ধরেই শরীরটা বিশেষ ভালো যাচ্ছিল না অভিনেতার। এদিন রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে এবং মাল্টি অর্গ্যান ফেলিওরের কারণে মৃত্যু হল তাঁর। মুম্বইতেই আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
আরও পড়ুন - সিড-নাজ জুটির মধ্যে আসলে কতটা ভালোবাসা ছিল? ফাঁস করলেন কুশল ট্যান্ডন
আরও পড়ুন - Cruise Ship Case: এনসিবি হেফাজতেই শাহরুখ-পুত্র, মাদককাণ্ডের তদন্তে মুম্বই পুলিশ, গ্রেফতার আরও ৪
চল্লিশ বছরেরও বেশি সময় ধরে অভিনয় জগতের জড়িয়ে ছিলেন অভিনেতা অরবিন্দ ত্রিবেদী। টেলিভিশনের বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করার পাশাপাশি তিনি প্রায় তিনশো ছবিতেও অভিনয় করেন। হিন্দি এবং গুজরাটি ভাষার ছবিতে তাঁর অভিনয় দক্ষতার সাক্ষী থাকেন দর্শকরা। তবে, তাঁকে জনপ্রিয় করে তোলে রামান্দ সাগরের 'রামায়ণ' ধারাবাহিকটি। সেই ধারাবাহিকে 'রাবণ'-র চরিত্রে তাঁর অভিনয় দর্শকরা আজও ভুলতে পারেননি। 'রামায়ন' ছাড়াও তাঁকে বিশেষ জনপ্রিয়তা এনে দেয় 'বিক্রম ও বেতাল' ধারাবাহিকটিও। বহু পূরাণ সংক্রান্ত এবং সামাজিক প্রেক্ষাপটের উপর ছবিতে অভিনয় করেছেন অরবিন্দ ত্রিবেদী।
আরও পড়ুন - Sanak Trailer: মুক্তি পেল অভিনেত্রী রুক্মিণী মৈত্র অভিনীত প্রথম হিন্দি ছবি 'সনক' -এর ট্রেলার
আরও পড়ুন - করিনা কপূরের কাছে ক্ষমা চাইলেন সলমন খান, জানেন কী করেছেন ভাইজান?
অভিনেতা ছাড়াও অরবিন্দ ত্রিবেদীর আরও একটি পরিচয় রয়েছে। রাজনীতিবিদ হিসেবেও তাঁকে চেনেন মানুষ। পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন এবং ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন তিনি।
প্রসঙ্গত, গতবছর করোনা অতিমারির জেরে লকডাউনের সময়ে টেলিভিশনে ফের সম্প্রচারিত হয় রামানন্দ সাগরের 'রামায়ন' ধারাবাহিকটি। উল্লেখ্য, সেই সময়েও টেলিভিশনে টিআরপি রেটিংসে শীর্ষস্থানে ছিল জনপ্রিয় এই ধারাবাহিক।