নয়াদিল্লি: জনপ্রিয় টেলিভিশন তারকা রুবিনা দিলায়েক বলিউডে পা রাখছেন 'অর্ধ' ছবির মাধ্যমে। 'বিগ বস ১৪'-এ জিতে ফেরার পর থেকেই কর্মক্ষেত্রে বেশ সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছেন অভিনেত্রী। যদিও তিনি সোশ্যাল মিডিয়া পোস্ট এবং ইউটিউব ব্লগের মাধ্যমে অনুরাগীদের মনোরঞ্জন করে থাকেন।
রুবিনা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এবং তিনি প্রায়ই তাঁর ব্যক্তিগত ও তাঁর কর্মক্ষেত্রের ছবি পোস্ট করতে থাকেন। তাঁর আগামী ছবি 'অর্ধ' নিয়েও একটি আপডেট শেয়ার করেন। 'শক্তি - অস্তিত্ব কে এহসাস কি' অভিনেত্রী একটি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন। সেখানে তাঁকে সহ-অভিনেতা রাজপাল যাদব ও পরিচালক পলাশ মুছলের সঙ্গে দেখা গেল।
ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'ইটস এ র্যাপ, অর্ধ।'
ছবিতে রুবিনার লুকও বেশ লনজরকাড়া। অভিনেত্রী বেশ কিছুদিন আগেই শেয়ার করেছিলেন ছবি।
আরও পড়ুন: Cruise Ship Case: এনসিবি হেফাজতেই শাহরুখ-পুত্র, মাদককাণ্ডের তদন্তে মুম্বই পুলিশ, গ্রেফতার আরও ৪
সম্প্রতি রুবিনা দিলায়েক মলদ্বীপে পাড়ি দেন স্বামী অভিনব শুক্লর জন্মদিন পালন করতে। মলদ্বীপের সমুদ্র সৈকত থেকেও বেশ কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী।