পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : আরজি কর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে মহিলা চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এই প্রশ্ন ওঠাও স্বাভাবিক কারণ, আরজি করের মতো রাজ্যের প্রথম সারির মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত একজন মহিলা চিকিৎসককে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, তারপর থেকে রাজ্যের সব সরকারি হাসপাতালে নিরাপত্তার জোরদারের দাবিতে মুখর হয়েছেন চিকিৎসকরা। এই আবহেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের লেডিস হস্টেলে রাতের অন্ধকারে পাঁচিল টপকে মুখ ঢাকা দুষ্কৃতীর অনুপ্রবেশ ঘিরে প্রশ্নের মুখে পড়ে হস্টেল ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা। সেই খবর সম্প্রচারিতও হয় এবিপি আনন্দে। সেই খবরের পর এবার বাঁকুড়া মেডিক্যালে নিরাপত্তা জোরদার করতে একাধিক ব্যবস্থা নেওয়া হল।


বাঁকুড়া মেডিক্যালে জুনিয়র মহিলা চিকিৎসকরা বার বার হস্টেল ক্যাম্পাসে আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত আলো, সিসি ক্যামেরায় নজরদারির দাবি করেছেন। কিন্তু এই দাবি শোনে কে ? একদিকে আরজি কর কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তির দাবির পাশাপাশি নিজেদের প্রতিষ্ঠানে পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থার দাবি নিয়ে কর্মবিরতি চলছে জুনিয়র চিকিৎসকদের। এই আন্দোলনের মাঝেই বাঁকুড়া মেডিক্যালের লেডিস হস্টেলে রাতের অন্ধকারে এক দুষ্কৃতী ঢুকে পড়ে। অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটলেও খারাপ কিছু ঘটে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। রাতের বেলায় দুষ্কৃতীর পাঁচিল টপকে ক্যাম্পাসে ঢোকা খারাপ উদ্দেশ্যেই ছিল বলে মনে করছেন চিকিৎসকরা। তবে ঘটনা এড়ানো গেলেও, নিরাপত্তার ব্যর্থতার ছবি ধরা পড়ে। প্রশ্নের মুখে পড়ে লেডিস হস্টেলের  নিরাপত্তা ব্যবস্থা।


এবিপি আনন্দে সেই খবর সম্প্রচার করা হয়। কীভাবে দুষ্কৃতীর অনুপ্রবেশ হল ? নিরাপত্তা ব্যবস্থা নেই কেন ? চিকিৎসকরাও তাঁদের ক্ষোভের কথা, আতঙ্কের কথা, নিরাপত্তাহীনতায় থাকার কথা তুলে ধরেন সংবাদ মাধ্যমের সামনে। খবর সম্প্রচারের পরেই লেডিস হোস্টেলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তৎপর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। 


খবর সম্প্রচারের পরেই মঙ্গলবার সন্ধেয় হাসপাতালের অধ্যক্ষ, পুলিশ আধিকারিকরা লেডিস হস্টেল ক্যাম্পাস ঘুরে দেখেন। ক্যাম্পাসে যথাযথ পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। দু'জন মহিলা সশস্ত্র পুলিশ মোতায়েন থাকবে। অনুপ্রবেশ ঠেকাতে পাঁচিলের উপরে কাঁটা তারের বেড়া দেওয়া হচ্ছে। হস্টেল ক্যাম্পাস সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। আলোর ব্যবস্থও করা হয়েছে বলে জানালেন বাঁকুড়া মেডিক্যালের অধ্যক্ষ। কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ায় খুশি মহিলা চিকিৎসকরাও।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।