তুহিন অধিকারী, বিষ্ণুপুর: বাঁকুড়ায় (Bankura) পিটিয়ে খুনের একটি ঘটনায় (Mob lynching case) দোষী সাব্যস্ত হল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি (TMC Anchal President) সহ মোট সাত জন। মঙ্গলবার তাদের দোষী সাব্যস্ত করে বিষ্ণুপুর মহকুমা আদালত (Bishnupur Court)। বুধবার তাদের সাজা ঘোষণা করা হবে।
আরও পড়ুন: Durgapur News: দুর্গাপুরে সরকারি জমিতে ছিল তৃণমূল কার্যালয়, বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল ADDA !
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১২ সালে বাঁকুড়ার জয়পুর থানায় একটি খুনের ঘটনা নিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছিল ইন্দিরা আবাস যোজনার টাকা তছরূপের ঘটনাকে কেন্দ্র করে হরিণাশুলি গ্রামে বেশ কিছু সমাজবিরোধী ব্যক্তিগণ একসঙ্গে জমায়েত হয়ে অভিযোগকারীর ভাই গোলাম কুদ্দুস শেখকে পরিকল্পিতভাবে টাঙ্গি, লাঠি ও কুঠার নিয়ে এলোপাথাড়ি মারধর করতে থাকে। এর ঘটনার জেরে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন গোলাম কুদ্দুস শেখ। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রেফার করা হয় বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
এই ঘটনায় মোট ৪১ জনের নামে অভিযোগ দায়ের হয়েছিল জয়পুর থানায়। পরে জয়পুর থানার পুলিশ তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে বিষ্ণুপুর মহকুমা আদালতে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষ মঙ্গলবার বিষ্ণুপুর মহকুমা আদালত এই ঘটনায় উত্তরবার অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি বাবর আলি কোটাল সহ মোট সাত জনকে দোষী সাব্যস্ত করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১২ সালে ইন্দিরা আবাস যোজনার টাকা তৃণমূলের অঞ্চল সভাপতি বাবর আলি কোটাল সহ স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা তছরূপ করছে বলে অভিযোগ জানিয়ে ছিলেন মৃত গোলাম কুদ্দুস শেখের ভাই। তাঁকে আক্রমণ করতে গিয়ে না পেয়ে অভিযুক্তরা গোলাম কুদ্দুস শেখের ওপর চড়াও হয় বলে অভিযোগ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Kalyan On Kunal: 'BJP-তে যোগ দিতে চেয়েছিলেন কুণাল, কিন্তু নেওয়া হয়নি..'