প্রসূণ চক্রবর্তী, বাঁকুড়া :  হাতির দাঁত ! সে তো মহামূল্যবান। কিন্তু সেই ভীষণ দামী জিনিসই একে একে পুড়িয়ে ফেলল বন দফতর। চোখের সামনে ছাই হয়ে গেল ৫৭ টি হাতির দাঁত। দশ বছর ধরে জমে থাকা এতগুলি হাতির দাঁত নষ্ট করল বন দফতর ! কিন্তু কেন ?


বাঁকুড়ার বড়জোড়ায় মঙ্গলবার বন দফতরের কড়া নজরদারিতে একটি চুল্লিতে উচ্চ তাপমাত্রায় এই হাতির দাঁতগুলি পুড়িয়ে ফেলে বন দফতর।  দলমা পাহাড় থেকে দলে দলে হাতি খাবারের খোঁজে এসে হাজির হয় বাঁকুড়ায়। বছরের একটা বড় সময় সেই হাতির দল থেকে যায় বাঁকুড়াতেই। জেলায় নেমে আসা এই হাতির দলের দু-একটি হাতি আবার অসুস্থতা, বার্ধক্য ও অন্যান্য কারণে বাঁকুড়ার জঙ্গলেই মারা যায়।  প্রায় প্রতি বছরই ঘটে এমনটা। 


 বন দফতরের নিয়ম অনুযায়ী মৃত হাতিগুলির দেহ ঘটনাস্থলেই পুড়িয়ে দেওয়া হয়। হাতির দেহ পোড়াতে যে ধরনের তাপমাত্রা তৈরি করা হয় তাতে হাতির দেহ পুড়ে গেলেও তার দাঁত অবিকৃত থেকে যায়। হাতির দাঁত যে মহামূল্যবান , তা তো সবারই জানা। আর এ দাঁত নাগালে পেলে চোরাচালানকারীদের তো পোয়াবারো। 


চোরাচালান আটকাতে তাই মৃত হাতির দেহ পোড়ানোর আগেই দাঁত কেটে নেওয়া হয় বন দফতরের তরফে। গত দশ বছর ধরে বাঁকুড়া উত্তর,  বাঁকুড়া দক্ষিণ ও বিষ্ণুপুর এই তিনটি বনবিভাগ মিলিয়ে মোট ৫৭ টি হাতির দাঁত বন দফতরের সংগ্রহে ছিল। ২০২৩ সালের এপ্রিল মাসে পাস হওয়া একটি আইন অনুযায়ী কোনো পরিস্থিতিতেই হাতির দাঁত ব্যবহার করা যাবে না। বন দফতরের সংগ্রহে থাকা দাঁত নষ্ট করে ফেলতে হবে বন দফতরকেই। সেই আইন অনুযায়ী  বাঁকুড়ার তিনটি বনবিভাগ একযোগে বাঁকুড়ায় সংগৃহিত হাতির ৫৭ টি দাঁত পুড়িয়ে ফেলার উদ্যোগ নেয়। বাঁকুড়ার বড়জোড়ায় বন দফতরের উচ্চ পদস্থ আধিকারিকদের উপস্থিতি ও কড়া নজরদারির মধ্যে চুল্লিতে অতি উচ্চ তাপমাত্রায় হাতির ওই দাঁতগুলি পুড়িয়ে ফেলা হয়।                                   


আরও পড়ুন:শীতে ঠোঁট ফাটার সমস্য়ায় জেরবার? ঘরোয়া টোটকাতেই সমস্য়ার সমাধান                  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে