পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: দীর্ঘদিন ধরেই লরি থেকে চুরি যাচ্ছে টাকা, মোবাইল। চুরি গিয়েছে অন্য বেশ কিছু দামী সামগ্রীও। কিন্তু কিছুতেই ধরা পড়ছিল না অপরাধী। বেশ কিছুদিন ধরেই তক্কে তক্কে ছিলেন স্থানীয় ব্যবসায়ী এবং লরিচালকরা। অবশেষে শুক্রবার ধরা পড়ল এক অভিযুক্ত। তাকে বেঁধে রাখা হয় ল্যাম্পপোস্টে। পরে পুলিশ এসে নিয়ে যায় ওই অভিযুক্তকে। ঘটনাস্থল বাঁকুড়া সদর থানার মাকুড়গ্রাম এলাকা।


জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশ দিয়ে চলে গিয়েছে বাঁকুড়া (bankura) দুর্গাপুর রাজ্য সড়ক। দক্ষিণের রাজ্যগুলি থেকে আসা লরি রাজ্যের উত্তরের জেলাগুলিতে যেতে বা বিহারের দিকে যেতে এই রাস্তা ব্যবহার করে। ফলে দিনভর এই এলাকায় আনাগোনা চলে পণ্যবাহী ট্রাক ও লরির। মাকুড়গ্রামের ওই এলাকায় রাস্তার ঠিক পাশে রয়েছে একাধিক খাবার হোটেল, ধাবা। দীর্ঘসময় ধরে লরি চালানোর মাঝে এই এলাকায় খাবার খান লরি চালক ও খালাসিরা। রাস্তায় পাশে লরি (lorry) রেখে স্নান, খাওয়া দাওয়া করে নেন অনেকে। লরি চালক ও স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সেই ফাঁকেই লরি থেকে চুরি যাচ্ছিল টাকা। চুরির ঘটনা ঘটায় নিজেদের ব্যবসা নষ্ট হওয়ার আশঙ্কাও করছিলেন এই এলাকায় ব্যবসায়ীরা। ফলে কদিন ধরেই তক্কে তক্কে ছিলেন সকলে। 


লরি চালকদের অভিযোগ, শুক্রবার একটি বাইকে চেপে দুজন আনাগোনা করছিল ওই এলাকায়। এক জায়গায় একটি লরিকে দাঁড়িয়ে থাকতে দেখে তাঁরা সেদিকে এগিয়ে আসে। লরি দাঁড় করিয়ে রাখার জন্য চালককে ধমকাতে থাকে বলে অভিযোগ। ঝামেলা দেখে এগিয়ে যান অন্য লরিচালকরা। ওই দুজনকে পাল্টা প্রশ্ন করতেই পিছু হটে তারা। স্থানীয়দের দাবি, অবস্থা বেগতিক বুঝে চম্পট দেওয়া চেষ্টা করে তারা। তখনই তাড়া করে একজনকে ধরে ফেলেন লরিচালকরা। তাঁদের অভিযোগ, এই ব্যক্তিই লরি থেকে চুরি করছিল। অভিযুক্তকে ল্যাম্পপোস্টে বেঁধে রাখা হয়। যদিও তাঁদের দাবি কোনওরকম মারধর করা হয়নি। পরে খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ (police) এসে অভিযুক্ত উদ্ধার করে থানায় (police station) নিয়ে যায়। 
 


আরও পড়ুন: ব্যারাকপুর থেকে কালনা, পুরভোটের আগে আক্রান্ত সিপিএম