প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: ফের গতির শিকার হতে হল এক ব্যক্তিকে। দ্রুত গতিতে ছুটে আসা গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাঁকুড়া (Bankura) রানীগঞ্জ ৬০ নং জাতীয় সড়কের গঙ্গাজলঘাটি ব্লকের গোড়ামারা গ্রামের বাসিন্দা বাসুদেব বাউরীর। ইতিমধ্যেই ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছি চালক। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নং জাতীয় সড়কের গঙ্গাজলঘাটি ব্লকের ভৈরবপুর গ্রামের দুর্গা মেলা সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গঙ্গাজলঘাটি ব্লকের গোড়ামারা গ্রামের বাসিন্দা বাসুদেব বাউরী এদিন নিজের কাজ শেষে বাড়ি ফিরছিলেন। সে সময় হঠাৎই রানীগঞ্জমুখী একটি পিক আপ ভ্যান দ্রুত গতিতে ছুটে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সজোরে ধাক্কা মারে বাসুদেব বাউরীকে। সঙ্গে সঙ্গে এলাকার মানুষ ঘাতক গাড়িটিকে আটক করে। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে যায় গঙ্গাজলঘাটি থানার পুলিশ। দুর্ঘটনা (Accident) ঘটার পরক্ষণেই বাসুদেব বাউরীকে স্থানীয় অমরকানন গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ঘাতক গাড়িটিকে আটক করে করেছে পুলিশ। তার সঙ্গে আটক করা হয়েছে ঘাতক গাড়ির চালককেও। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, ঘাতক গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল। আর ওই গাড়ির গতি এতটাই বেশি ছিল যে, সেটি নিয়ন্ত্রণে রাখতে পারেনি সে। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। শোকের ছায়া নেমেছে এলাকাজুড়ে।
আরও পড়ুন - Bishnupur : "বহিরাগত চেয়ারম্যান চাই না", কাকে উদ্দেশ্য করে পোস্টার পড়ল বিষ্ণুপুরে ?
প্রসঙ্গত, গতির বলির ঘটনা প্রায়শই নানা জায়গায় শোনা যাচ্ছে। পুলিশ প্রশানের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইভের বিষয়ে নাগরিকদের সচেতন করা হলেও প্রতিদিন একই ঘটনা ঘটছে নানা জায়গায়। এবারও তেমনই মর্মান্তিক ঘটনার খবর পাওয়া গেল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।