তুহিন অধিকারী, সোনামুখী: দামোদরে নদে (Damodar river) জল শুকিয়ে বা কমে গেলে অনেক ধরনের পুরনো দিনের জিনিসপত্রের সন্ধান মেলে। কখন তা প্রাচীনকালের কোনও মূর্তি হয় বা কখনও অতীতে ব্যবহৃত দৈনন্দিন সরঞ্জামের কিছু কিছু নমুনা পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে, এই জিনিসগুলি দামোদরের পাড়ে গড়ে ওঠা একসময়ের সভ্যতার নিদর্শন। এবার দামোদরের চরে একটি ধাতব বস্তু উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া (Bankura) জেলার সোনামুখী থানার মনুই গ্রাম সংলগ্ন এলাকায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ওই ধাতব বস্তুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে (Second world war) ব্যবহৃত শেল। জিনিসটি উদ্ধারের পরে দুর্ঘটনার আশঙ্কায় শেলের চারিদিক ঘিরে সেনা বাহিনীকে খবর দিল স্থানীয় সোনামুখী থানার পুলিশ।


আরও পড়ুন: Weather Update: আকাশ ছেয়েছে কালো মেঘে, দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বর্ষণের আশঙ্কা, হলুদ সতর্কতা..


স্থানীয় সূত্রে জানা গেছে, বছর কয়েক আগে দামোদর নদের চরে সিলিন্ডার আকৃতির একটি ধাতব বস্তুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল বাঁকুড়ার পাত্রসায়ের থানা এলাকায়। সেবার সেনাবাহিনীকে খবর দেওয়া হলে সেনা কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই ধাতব বস্তুটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্য়বহৃত শেল হিসেবে চিহ্নিত করে তা নিস্ক্রিয় করে। এবার সেই একই ধরনের ধাতব বস্তু মিলল সোনামুখী থানার মনুই গ্রাম সংলগ্ন দামোদরের চরে। জানা গেছে, এদিন স্থানীয় মানুষরা দামোদর নদের চর থেকে মাছ ধরতে গিয়ে বালির নিচে চাপা থাকা ওই ধাতব বস্তুটিকে দেখতে পান।


এরপরই স্থানীয়রাই প্রথম ধাতব বস্তুটিকে নদীর তীরবর্তী এলাকায় নিয়ে আসেন। ধাতব বস্তু উদ্ধারের থা এলাকায় ছড়িয়ে পড়তেই অসংখ্য কৌতূহলী মানুষ ভিড় জমাতে শুরু করেন। পরে স্থানীয় সূত্রে খবর পেয়ে সোনামুখী থানার পুলিশ ঘটনাস্থ পৌঁছায়। দুর্ঘটনার আশঙ্কায় তড়িঘড়ি বস্তুটির খবর দেওয়া হয় সেনাবাহিনীকে। 


প্রসঙ্গত উল্লেখ্য, দামোদর নদের জল কমে গেলে নদ তীরবর্তী এলাকায় চরের মধ্যে বিভিন্ন ধরনের প্রাচীন যুগের নানা সামগ্র উদ্ধার হয়। তার মধ্যে কিছু অংশ পৌঁছন প্রত্নতাত্ত্বিক দফতরে বাকিগুলি গ্রামবাসীরা অনেকেই উদ্ধার হওয়া মালপত্র নিজেদের কাছে লুকিয়ে রাখেন। পুলিশ ও প্রশাসনের তরফে মাঝে মধ্যে অভিযোগ চালিয়ে সেগুলি উদ্ধারও করা হয়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Heatwave News : শুধু জুনেই বিশ্বজুড়ে ৫০০ কোটি মানুষ অসহনীয় তাপমাত্রার শিকার, ভয়াবহ ভবিষ্যতের কথা শোনাল গবেষণা