তুহিন অধিকারী, বাঁকুড়া: সাপে কাটা এক রোগীকে নিয়ে হাসপাতালের উদ্দেশে যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স (Ambulance)। কিন্তু রাস্তাতেই ঘটল বিপত্তি। আচমকা চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে পড়ল অ্যাম্বুলেন্সটি। ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা রোগীসহ আরও দুই যাত্রী আহত হয়েছেন।


নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল অ্যাম্বুলেন্স-


এ যেন গোদের উপর বিষফোঁড়া। সাপে কাটা এক রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার (Accident) কবলে পড়ল অ্যাম্বুলেন্স। হাসপাতালের অদূরেই সেটির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি দোকানে ঢুকে যায়। ঘটনাটি ঘটেছে আজ বিকালে বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুর শহরের রসিকগঞ্জ সংলগ্ন এলাকায়। এই ঘটনায় সাপে কাটা রোগীসহ আরও দুই যাত্রী আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ওন্দা থানার পুরুষোত্তমপুর এলাকায় সাপে কামড়ায় স্থানীয় বাসিন্দা সাগর শিকারীকে। চিকিৎসার জন্য তাঁকে অ্যাম্বুলেন্সে করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে (Bishnupur Super Speciality Hospital) নিয়ে আসছিলেন পরিবারের লোকেরা। রোগীর সঙ্গে অ্যাম্বুলেন্সে ছিলেন পরিবারের এক মহিলাসহ আরও তিনজন। 




আরও পড়ুন - Bankura News: অঙ্গনওয়াড়ির খিচুড়িতে সাপ? হাসপাতালে ভর্তি ১১ জন শিশু


জানা যাচ্ছে, বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছনোর প্রায় তিনশো মিটার আগে দ্রুতগামী ওই অ্যাম্বুলেন্সের সামনের চাকা ফেটে যায়। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে রোগীসহ অ্যাম্বুলেন্স ঢুকে পড়ে রাস্তার পাশে থাকা লটারির টিকিট বিক্রির একটি দোকানে। দোকানটি বন্ধ থাকায় প্রাণহানির কোনও ঘটনা না ঘটলেও দোকানের সামনের টিনের চালা ও দোকানের সার্টার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় আহত হয়েছেন অ্যাম্বুলেন্সে থাকা রোগী এবং তাঁর সঙ্গে থাকা দুই আত্মীয়। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার কবলে পড়া অ্যাম্বুলেন্স থেকে আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে বিষ্ণুপুর থানার পুলিশ। জনবহুল এলাকায় যানবাহন এবং অ্যাম্বুলেন্সের গনি নিয়ন্ত্রণের দাবি তুলেছেন এলাকার লোকেরা।