তুহিন অধিকারী, বাঁকুড়া: পূর্ব বর্ধমানের (Purba Burdwan) জামালপুরের (Jamalpur) পর এবার বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুর। ফের অঙ্গনওয়াড়ি কেন্দ্র (Angwanwari) থেকে বিলি করা খিচুড়িতে সাপ মিলেছে বলে অভিযোগ। হাসপাতালে ভর্তি ১১ জন শিশু। তদন্তের আশ্বাস দিয়েছেন বিষ্ণুপুরের CPDO। হাসপাতালে ভর্তি শিশুদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন সুপার।
খাবারে ফের মিলেছে সাপ? আবার সেই ভয়ঙ্কর ঘটনা! অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে ফের মিলেছে সাপ। পূর্ব বর্ধমানের জামালপুরের পর এবার অভিযোগ উঠল বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুরে। শনিবার সকালে বিষ্ণুপুর পুরসভার (Bishnupur Municipality) ৮ নম্বর ওয়ার্ডের গাবডোবা এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে প্রায় ৭০ জন শিশু ও ২৫ জন প্রসূতিকে খিচুড়ি বিলি করা হয়। অভিযোগ, সেই খাবার দিতে গিয়ে এক শিশুর মা দেখতে পান, খিচুড়ির মধ্যে সাপ রয়েছে।
অভিভাবকের বয়ান: এক অভিভাবকের কথায়, বাচ্চাকে খাওয়ানোর সময় থালায় যখন ঢালা হয়েছে সাপটা সিদ্ধ হয়ে বেরিয়েছে। খাবারের খিচুড়ির মধ্যে ছিল। আমরা ভেবেছি কেঁচোর মতো সাপ। এখানে এসে বলছে চিতি সাপ।
অভিভাবকদের দাবি, বেশ কয়েকজন শিশু ও প্রসূতি ওই খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে আসেন বিষ্ণুপুরের বা সিডিপিও (Child Development Project Officer )।
বিষ্ণুপুরের সিডিপিও জয়ব্রত কুণ্ডুর কথায়, কর্মীকে পাঠানো হয় দেখতে কী খাবার। ততক্ষণে খাবার ফেলে দেওয়া হয়েছে। খাবারে কী পেয়েছে আমরা বুঝতে পারছি না। বলছে সাপ রয়েছে। সাপ ফুটন্ত খাবারে কী করে বেঁচে থাকবে সেটা বিতর্কের বিষয়।
সুপারের বয়ান: হাসপাতালের সুপার জানিয়েছেন, চিকিত্সাধীন শিশুদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার শুভঙ্কর কয়াল বলছেন, খিচুড়িতে সাপ পাওয়া গেছে বলে শুনেছি ১১ জন শিশু ভর্তি হয়েছে। অবজার্ভেশনে রাখা হয়েছে। এখনও কোনও সিম্পটম পাওয়া যায়নি।
দিন দশেক আগে, পূর্ব বর্ধমানের জামালপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতেও সাপ মিলেছে বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় ২ অঙ্গনওয়াড়ি কর্মীকে শোকজ করার পাশাপাশি, বদলি করে প্রশাসন।
আরও পড়ুন: Abhishek Banerjee: পরামর্শ থেকে অভিযোগ! সব সমস্যার সমাধানে নতুন উদ্যোগ ‘এক ডাকে অভিষেক’