তুহিন অধিকারী, বাঁকুড়া : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে ইন্দাসের বিজেপি বিধায়কের (BJP MLA) নামে নিখোঁজ পোস্টার (Missing Poster) পড়ল বাঁকুড়ার (Bankura) পাত্রসায়রের পাণ্ডুয়া বাজার এলাকায়। তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিজেপি বিধায়কের অভিযোগ, পোস্টারের পিছনে তৃণমূলের (TMC) হাত রয়েছে। অভিযোগ উড়িয়ে শাসকশিবিরের দাবি, সাধারণ মানুষই ক্ষুব্ধ হয়ে এই পোস্টার দিয়েছে।


নিখোঁজ বিজেপি বিধায়ক !
পঞ্চায়েত ভোটের আগে এই পোস্টার ঘিরেই এখন সরগরম বাঁকুড়ার পাত্রসায়র। পোস্টারের মাঝে রয়েছে ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মলকুমার ধাড়ার ছবি। দু'পাশে বিজেপির প্রতীক। ওপরে বড় বড় করে লেখা, 'সন্ধান চাই'। পোস্টারে লেখা হয়েছে , এই ব্যক্তির নাম নির্মল ধাড়া। পেশায় একজন এমএলএ। পরনে ছিল গেরুয়া পোশাক এবং গলায় ছিল বিজেপির উত্তরীয়। গত দোসরা মে থেকে এনাকে এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না।


২০২১ সালের দোসরা মে বিধানসভা ভোটের ফল বেরিয়েছিল। নিখোঁজ পোস্টারে অভিযোগ করা হয়েছে, ভোটের ফল বেরনোর পর থেকেই বেপাত্তা বিধায়ক। মঙ্গলবার সকালে, ইন্দাস বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাত্রসায়রের পাণ্ডুয়া বাজার এলাকায় এমন একাধিক পোস্টার নজরে আসে স্থানীয়দের। বাসযাত্রীদের প্রতীক্ষালয় থেকে শুরু করে, ব্যাঙ্ক, চায়ের দোকানের দেওয়াল, একাধিক জায়গায় এই পোস্টার দেখতে পাওয়া যায়। কে বা কারা এই পোস্টার দিয়েছে, তার কোনও উল্লেখ নেই। তবে বিধানসভা ভোটের পর থেকে বিজেপি বিধায়ককে এলাকায় দেখা যায়নি বলে, অভিযোগ তুলেছে তৃণমূলও।


বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত দত্ত বলেছেন, 'বিধানসভা ভোটের ফল ঘোষণার পর আর এলাকায় দেখা যায়নি ইন্দাসের বিজেপি বিধায়ককে। সাধারণ মানুষই ক্ষুব্ধ হয়ে পোস্টার লাগিয়েছে।' এদিকে পোস্টারকাণ্ডের নেপথ্যে তৃণমূলের হাত দেখছেন ইন্দাসের বিজেপি বিধায়ক। নির্মলকুমার ধাড়া বলেছেন, বদনাম করার জন্য এই পোস্টার তৃণমূলেরই কাজ। এখানে দিদির সুরক্ষাকবচ, দিদির দূত, সমস্ত কর্মসূচিই ফ্লপ। মানুষ গ্রহণ করেনি। বদনাম করতে এখন এই সব। বিধায়কের নিখোঁজ-পোস্টার ঘিরে রাজনীতির পারদ চড়ছে পাত্রসায়রে!


দুয়ারে পঞ্চায়েত নির্বাচন। যার প্রাক্কালে এমনিতেই চড়ছে রাজনৈতিক পারদ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ক্রমাগত উদ্ধার হচ্ছে বোমা, আগ্নেয়াস্ত্র। এর মাঝেই ভোটের আগে বিধায়ককে নিশানা করে এরকম পোস্টারের জের ভোটের বাক্সে পড়ে কি না, সেটাই দেখার। 


আরও পড়ুন- 'এই পার্থদাকে আমি চিনতাম না' কেন এমন মন্তব্য মন্ত্রী ফিরহাদ হাকিমের