পূর্ণেন্দু সিংহ,বাঁকুড়া: ভরা দুর্গা পুজোর রাতে নিখোঁজ হয়েছিল সে। তারপর উমা বিদায়ের পর, সবার ঘরে যখন শুভ বিজয়ার পরিবেশ, তখন একরাশ যন্ত্রনা বয়ে এল বাঁকুড়ার দাস পরিবারে। পুলিশ কুকুর নিয়ে খুনের ঘটনার (Murder Case) তদন্তে বাঁকুড়া সদর থানার পুলিশ (Bankura Police)। এই খুনের তদন্তে রয়েছেন উচ্চপদস্থ জেলা পুলিশের আধিকারিকরাও। গত ৭ তারিখ কেশিয়াকোলে বাড়ির ঢিল ছোড়া দুরত্বে ঝোপ থেকে সুজন রুইদাস নামে বছর চব্বিশের এক যুবকের পচাগলা দেহ উদ্ধার হয়। ওই যুবকের মৃতদেহ উদ্ধারে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ায়।
'পরিকল্পিত নৃশংস ভাবেই খুন করা হয়েছে সুজনকে'
পরিবার সূত্রে জানা গিয়েছে, অষ্টমীর দিন অর্থাৎ ৩ অক্টোবর রাত থেকে নিখোঁজ ছিল সুজন। ৭ তারিখ দুপুরে বাড়ির কাছে ঝোপ থেকে উদ্ধার হয় পচাগলা দেহ। 'পরিকল্পিত নৃশংস ভাবেই খুন করা হয়েছে সুজনকে,' দাবি তুলে মৃত যুবকের পরিবার। ঘটনার তদন্তে নামে বাঁকুড়া সদর থানার পুলিশ। সোমবার সন্ধ্যে থেকেই পুলিশ কুকুর নিয়ে খুনের ঘটনার তদন্তে নামে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ কুকুর নিয়ে গিয়ে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে চলে তল্লাশি ও তদন্ত। যদিও এখন পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার বা আটক হয়নি।
ভরা পুজোর মাঝে আরও একাধিক নৃশংস ঘটনা ঘটেছে। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের দুর্গাপুরে প্রতিবেশীকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের। পরে তাঁকে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ। মৃতের নাম হজরত গাজি। বছর চল্লিশের ওই ব্যক্তির সঙ্গে প্রতিবেশীর কী ধরনের শত্রুতা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।প্রতিবেশীকে খুন করে, থানায় এসে আত্মসমর্পণ। এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। স্থানীয় সূত্রে খবর, সোমবার সকাল ৮টা নাগাদ রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বছর চল্লিশের হজরত গাজিকে। দেহের একাধিক জায়গায় ধারাল অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। স্থানীয়রা উদ্ধার করে পদ্মের হাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন, ' শকুনের রাজনীতি করছে বিজেপি', মোমিনপুরকাণ্ডে বিস্ফোরক কুণাল
পুলিশ সূত্রে খবর, মৃত্যুর ঘটনা সামনে আসতেই আচমকাই শাহিদুল্লা গাজি নামে এক ব্যক্তি থানায় এসে প্রতিবেশীকে কুপিয়ে খুন করার কথা জানিয়ে আত্মসমর্পণ করেন। পরে তাঁকে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ। কিন্তু কী কারণে হজরতকে খুন করলেন শাহিদুল্লা? মৃতের দাদা বলেন,'সকালে ভাই বাড়ি থেকে বেরোয়। দর্জির কাজ করে। তারপর হঠাৎ মৃত্যুর খবর পেলাম। কী কারণে বুঝতে পারছি না।' যদিও পুলিশ সূত্রে দাবি, টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত বিবাদের জেরে খুন করা হয়েছে। উদ্ধার করা হয়েছে খুনে ব্যবহৃত অস্ত্র। এদিকে, হুগলির জাঙ্গিপাড়ায় নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার দূর সম্পর্কের এক আত্মীয়-সহ ৪ জন।