বাঁকুড়া: রাজ্যের মাটিতে ফের পুলকার দুর্ঘটনা,আহত একাধিক পড়ুয়া ! আরও একবার অসতর্কতার জ্বলন্ত উদাহরণ এল সামনে। হাওড়ার পরে এবার বাঁকুড়ায়। পড়ুয়াদের নিয়ে স্কুল ফেরত পুলকারের সঙ্গে বাসের সংঘর্ষ। তামলীবাঁধ মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা পুলকারের।
আরও পড়ুন, 'মৃত মায়ের নামে' এল এনুমারেশন ফর্ম ! অথচ বেঁচে থেকেও 'ভোটার তালিকায় মৃত..' আলিপুরদুয়ারের জীবন দাস ?
সদ্য হাওড়ায় পুলকার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জন পড়ুয়ার। প্রত্যেকেরই বয়স ছিল ৭ থেকে ১১-র মধ্যে। পুলকারের চালককে গ্রেফতার করে পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন ২ খুদে পড়ুয়া। শুরুর আগেই সব শেষ। স্কুল থেকে ফেরার পথে স্কুলের গাড়িই কেড়ে নিয়েছিল প্রাণ। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ যায় ৩ খুদে পড়ুয়ার। গত সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ,হাওড়ার মাদার মেরি স্কুলের পড়ুয়াদের নিয়ে ফিরছিল একটি পুল কার।
উলুবেড়িয়ায় বহিরা এলাকা দিয়ে যাওয়ার সময় পুকুরে পড়ে যায় পুলকারটি। সেই সময় পুলকারে ছিল ৫ জন পড়ুয়া। বাচ্চাদের উদ্ধার করতে পুকুরে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। কিন্তু ৫ জনের মধ্যে মাত্র ২ জন পড়ুয়াকে উদ্ধার করা সম্ভব হয়।
৭ বছরের ইশিকা মণ্ডল, ১১ বছরের সৌমিক দাস, ও ৯ বছরের পড়ুয়া অরিন দে-কে বাঁচানো যায়নি। অভিভাবক মন্দিরা মণ্ডল বলেন, পুজোর সময় চালকের হার্ট অপারেশন হয়েছিল। এরপর গাড়ি চালাত। অসুস্থতার জন্য হল কিনা জানি না। দুর্ঘটনার জন্য় খারাপ রাস্তাকেও দায়ী করেছেন স্থানীয়দের একাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ সুপার ও বিডিও। আহত পড়ুয়াদের দেখতে হাসপাতালে যান পূর্তমন্ত্রী পুলক রায়। সন্ধেয় পুকুর থেকে দুর্ঘটনাগ্রস্ত পুলকারটিকে তোলার জন্য নিয়ে আসা হয় ক্রেন। আপাতত উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন দুর্ঘটনাগ্রস্ত পুলকার থেকে উদ্ধার ২ পড়ুয়া।
পুলিশের হাজার সচেনতারমূলক বার্তা ছড়ানোর পরেও, চলতি বছরের একের পর এক দুর্ঘটনা। সম্প্রতি দিঘায় জগন্নাথ দেবের দর্শনে যাওয়ার মুখে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে দুর্ঘটনার কবলে পড়েছিল প্রাইভেট কার। নিয়ন্ত্রণ হারিয়ে দাঁতনের সোনাকনিয়া এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে উল্টে গিয়েছিল প্রাইভেট কার। জানা গিয়েছিল, পুরুলিয়া থেকে ১৩ জন যাত্রী নিয়ে প্রাইভেট কারটি দিঘা জগন্নাথ দেবের দর্শনের জন্য যাচ্ছিলেন। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে নিচে তিন পাল্টি খেয়ে উল্টে যায়। পাঁচজন জখম হয়েছেন। একজনের হাত ভাঙে। ঘটনাস্থলে দাঁতন থানার পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।