পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: দুয়ারে চিকিৎসক পরিষেবা বাঁকুড়ায় (Bankura)। চিকিৎসা পরিষেবা দিতে প্রত্যন্ত গ্রামের রোগীদের কাছে পৌঁছল বাঁকুড়া মেডিক্যাল কলেজের (Bankura Medical College) চিকিৎসক দল। বাঁকুড়ার জঙ্গলমহলের বারিকুল দেখল নিজের গ্রামে একদিনের মেডিক্যাল কলেজ। অভিজ্ঞ চিকিৎসক দলের কাছে থেকে চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি জঙ্গলমহল।
দুয়ারে চিকিৎসক পরিষেবা: বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ থেকে ৭০ কিমি দূরে দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলের রানিবাঁধ ব্লকের প্রত্যন্ত গ্রাম বারিকুল। প্রত্যন্ত এই গ্রামের বাসিন্দারা রোগ নিরাময়ে ছুটে যায় বাঁকুড়া মেডিক্যাল কলেজে। এবার রোগীদের দরজায় এসে পৌঁছে গেলে বাঁকুড়া মেডিক্যালের চিকিৎসক দল। মঙ্গলবার সকালে শাল পিয়াল মহুয়ার জঙ্গলের রাস্তা ধরে বারিকুল পৌঁছয় বাঁকুড়া মেডিক্যালের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা। বারিকুল স্বাস্থ্য কেন্দ্রে অস্থায়ী ক্যাম্প করে মেডিসিন, নিউরো, হার্ট, চক্ষু, শিশু, স্ত্রী রোগ সহ ১৫ টি বিভাগের চিকিৎসা পরিষেবা দেন চিকিৎসকরা। টিকিট কেটে বিভিন্ন রোগের পরিষেবা পান স্থানীয়রা। শুধু চিকিৎসা পরিষেবা নয় এই পরিষেবার পাশাপাশি রক্ত পরীক্ষা, ইসিজি ও মেডিসিন পরিষেবাও দেওয়া হয় এদিনের দুয়ারে ডাক্তার শিবির থেকে। চিকিৎসক দল গ্রামে আসায় খুশি গ্রামবাসীরা। দুয়ারে ডাক্তার ক্যাম্পে বিভিন্ন রোগের চিকিৎসা পেয়ে ভীষণভাবে খুশি প্রত্যন্ত এলাকার বাসিন্দারা। স্থানীয় বারিকুল হাসপাতালে একজন চিকিৎসক নিয়মিত থাকার আবেদন করেছেন স্থানীয়রা।
পর্যাপ্ত পরিকাঠামোর অভাব থাকায় অনেক সময় গ্রামীণ হাসপাতালগুলি থেকে রেফার করার অভিযোগ ওঠে। কখনও আবার চিকিৎসকের অভাবে সঠিক পরিষেবা না মেলার অভিযোগ ওঠে। চিকিৎসা ক্ষেত্রে বাংলার উৎকর্ষ কেন্দ্রগুলির অন্যতম এসএসকেএম হাসপাতাল। সেখানকার পরিষেবাই এবার প্রান্তিক এলাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল স্বাস্থ্য দফতর। প্রান্তিক মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য দফতরের উদ্যোগে নতুন কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে ‘দুয়ারে সরকার’ প্রকল্প চলছে। এবার রাজ্যের প্রত্যন্ত গ্রামে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে শুরু হয়েছে ‘দুয়ারে পিজি হাসপাতালের ডাক্তার’। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থেকে রাজ্যে শুরু হয় 'দুয়ারে পিজি হাসপাতালের ডাক্তার'।
আরও পড়ুন: DA Agitation: বকেয়া ডিএ-র দাবিতে অব্যাহত আন্দোলন, কালিয়াগঞ্জ পুরসভায় কর্মবিরতি পালন