পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: এলাকার উন্নয়ন নিয়ে জনসংযোগ কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলে। কিন্তু বিক্ষোভের মুখে পড়ে কার্যত নাস্তানাবুদ হতে হল ওন্দার (Onda News) বিজেপি (BJP) বিধায়ককে (BJP MLA)। তাঁকে ঘিরে ধরে ‘চোর, চোর’ স্লোগান দিতে দেখা গেল স্থানীয় মানুষজনকে। দাবি উঠল তাঁর পদত্যাগেরও। এলাকার মানুষের অভিযোগ, ক্ষমতায় আসার পর থেকে লোক ঠকানো ছাড়া কিছুই করেননি ওই বিধায়ক।
শুক্রবার বাঁকুড়ার (Bankura News) ওন্দার কল্যানী এলাকায় জনসংযোগ কর্মসূচিতে যোগ দিতে যান ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। এলাকার উন্নয়ন নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলাই ছিল উদ্দেশ্য। কিন্তু তিনি পৌঁছতেই পরিস্থিতি অন্য দিকে বাঁক নেয়। তাঁকে গিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা।
ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই ওই বিক্ষোভের ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। তাতে দেখা গিয়েছে, বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। স্লোগান দিচ্ছেন, ‘‘কোনও কাজ করোনি তুমি, দূর হটো’, ‘অকর্মণ্য বিধায়ক এমএলএ তুমি দূর হটো’, ‘মানুষ ঠকানো এমএলএ তুমি দূর হটো,’ ‘চোর,চোর, চোট্টা, দূর হটো, দূর হটো।’’
বিক্ষোভের মুখে পড়ে বিজেপি বিধায়ক যদিও তৃণমূলকে (TMC) কাঠগড়ায় তোলেন। তাঁর দাবি, তৃণমূলের লোকজনের মদতেই গোটা ঘটনা ঘটেছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই অশান্তি তৈরি করে। যদিও তৃণমূলে দাবি, ক্ষমতায় এসে কোনও কাজ করেননি অমরনাথ। এলাকার উন্নয়ন থমকে রয়েছে। তাতেই বিধায়ককে নিয়ে জনরোষ তৈরি হয়েছে।
তৃণমূলেরঅভিযোগ, উন্নয়নের দোহাই দিয়ে ক্ষমতায় এসেছিলেন অমরনাথ। কিন্তু তার পর থেকে ১০০ দিনের কাজের টাকা পাননি, এলাকার উন্নয়ন হয়নি, এমনকি ত্রিপল পর্যন্ত জোটেনি। অমরনাথ যদিও গোটা বিষয়টিকেই তৃণমূলের চক্রান্ত বলে উড়িয়ে দিয়েছেন।