তুহিন অধিকারী, বাঁকুড়া: ফের পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ১ জনের, জখম ২। বাঁকুড়ার বিষ্ণুপুরের (Bankura Road Accident) ঘটনা। ৬০ নম্বর জাতীয় সড়কের উপর লরি ও ছোট গাড়ির সংঘর্ষ হয়। তাতে ১ জন মারা যান, ২ জন, জখম হন বলে খবর।
কী জানা গেল?
সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুর থেকে একটি ছোট গাড়ি করে ছ'জন পিকনিক করতে এসেছিলেন। প্রথমে তাঁরা শুশুনিয়া পাহাড় থেকে মুকুটমনিপুরে পিকনিক করেন। তার পর বিষ্ণুপুর হয়ে পশ্চিম মেদিনীপুরে ফিরছিলেন। ঠিক তখনই বাঁকাদহ চেকপোস্ট সংলগ্ন এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে সামনের দিক থেকে আসা একটি পণ্য বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয় তাঁদের। ঘটনায় দুমড়ে মুচড়ে যায় ছোট গাড়িটি। রাস্তার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পণ্য বোঝাই লরিটি। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বাসিন্দা এবং বিষ্ণুপুর থানার পুলিশ। জখমদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে উদ্ধার করে আনা হয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছোট গাড়ির চালক ৪২ বছরের দীপক কুমার জানাকে মৃত বলে ঘোষণা করে। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানা এলাকায় বলে জেনেছে পুলিশ। জখম ২ ব্যক্তির অবস্থার অবনতি হচ্ছে দেখে অন্যত্র পাঠানো হয়। ঘটনা কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।
এই রাজ্যে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতির ঘটনা নেহাৎ কম নয়। দিনদশেক আগেই হাওড়ার বাগনানে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশের গাড়ির পিছনে ধাক্কা দেয় লরি। একজন সাব-ইন্সপেক্টর ও একজন হোম গার্ডের মৃত্যু ১৬ নম্বর জাতীয় সড়কের কলকাতামুখী লেনে দুর্ঘটনা। দুর্ঘটনায় আরও ২ পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন । আহতদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। তার আগে, পঞ্চমীর ভোরবেলায় যেমন বাঁকড়ার জাপানি গেটের কাছে একটি ঘটনাটি ঘটে । আহত স্বামী-স্ত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, গতকাল রাত এগারোটা নাগাদ বাঁকড়ার বাসিন্দা কার্তিককুমার গুপ্ত তার স্ত্রী এবং দুই শিশুকে নিয়ে গাড়িতে চেপে হাওড়া এবং কলকাতার মন্ডপ দর্শন করতে বের হন। সারারাত ঠাকুর দেখার পর আজ সকাল পাঁচটা নাগাদ যখন তিনি বাড়ি ফিরছিলেন সেই সময় হাওড়া আমতা রোডের ওপর জাপানি গেটের গাছে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি ছোট লরিকে ধাক্কা মারে। এই দুর্ঘটনার ফলে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
আরও পড়ুন:শীতের আমেজ টের পাচ্ছে মহানগর, কেমন কাটবে কলকাতার আজকের দিন?