নয়াদিল্লি: OBC নয়, ওয়াইসি (Asaduddin Owaisi)। তীব্র সমালোচনার মুখে যোগগুরু রামদেব (Yoga Guru Ramdev) জানালেন, অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ভুক্তরা নন, তাঁর আক্রমণের নিশানায় ছিলেন এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি। হালে রামদেবের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়। অভিযোগ, সেখানে নিজের ব্রাহ্মণ পরিচয় তুলে ধরতে গিয়ে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় বা ওবিসি-দের সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করেছেন যোগগুরু। এই নিয়ে তীব্র আলোড়ন শুরু হলে মন্তব্যের ব্যাখ্যা দিতে দিলেন রামদেব। জানালেন, তিনি ওয়াইসিকে আক্রমণ করেছিলেন।


রামদেবের দাবি...
সাংবাদিকদের প্রশ্নের মুখে যোগগুরু বলেন, 'আমি ওয়াইসি বলেছিলাম, ওবিসি বলিনি। ওঁর পূর্বপুরুষরা দেশদ্রোহী ছিল। ওঁকে মোটেও গুরুত্ব দিই না।' যে ভিডিও ঘিরে বিতর্কের সূত্রপাত, তার সত্যতা আলাদা ভাবে যাচাই করেনি এবিপি আনন্দ। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা শুরু হয়। 'পতঞ্জলি' বয়কটের দাবিতে হ্যাশট্যাগ চালু হয়ে যায়। অনগ্রসর সম্প্রদায়কে যোগগুরু অপমান করেছেন, এই মর্মে তুমুল শোরগোল শুরু হয়ে যায় নেটদুনিয়ায়। তার পরই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই দাবি করেন রামদেব।


অতীতেও বিতর্ক...
এর আগেও একাধিক কারণে শিরোনামে এসেছেন তিনি। যেমন অতিমারীর সময়ে, অ্যালোপাথি চিকিৎসা নিয়ে তাঁর মন্তব্য় তুমুল সমালোচনার মুখে পড়ে। বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল  ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। বিবৃতি দিয়ে জানায়, ‘একটি ভিডিওতে দেখা গিয়েছে, রামদেব দাবি করেছেন, করোনা মোকাবিলায় ডিসিজিআই-স্বীকৃত রেমডেসিভির, ফ্যাবিফ্লু সহ বিভিন্ন ওষুধ ব্যর্থ হয়েছে। অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। চিকিৎসার বিষয়ে ডিসিজিআই এবং সবকিছুর প্রধান মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞান ও সততা নিয়ে প্রশ্ন তুলেছেন রামদেব। স্বাস্থ্যমন্ত্রী হয় এই অভিযোগ মেনে নিয়ে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করে দিন, না হলে রামদেবের বিরুদ্ধে মহামারি আইনে মামলা দায়ের করে শাস্তিমূলক ব্যবস্থা নিন।’ তাঁকে আইনি নোটিশও পাঠায় আইএমএ।
যোগগুরু রামদেবের অ্যালোপ্যাথি প্রসঙ্গে মন্তব্য নিয়ে তাঁর তীব্র সমালোচনা করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। রামদেবকে চিঠিতে তিনি লেখেন, 'আধুনিক চিকিৎসা বিজ্ঞানের তৈরি ভ্যাকসিন যেখানে মানুষের প্রাণ বাঁচাচ্ছে, তখন আপনার মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই মন্তব্যে দেশবাসী আহত হয়েছে। আশা করি আপনার মন্তব্য প্রত্যাহার করবেন।' চাপে পড়ে অ্যালোপ্যাথি নিয়ে নিজের মন্তব্য প্রত্যাহার করেন যোগগুরু।


আরও পড়ুন:'রাষ্ট্র-পরিচালিত রাজনৈতিক অনুষ্ঠান', অযোধ্যা রাম মন্দিরের প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেবে না এই দলও