পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: সরকারি প্রকল্পের ফলকই সার! কাঁচা রাস্তা একটুও পাকা হয়নি! গ্রামে গিয়ে তারই ভিডিওগ্রাফি করলেন বিজেপি বিধায়ক (BJP MLA0। জানালেন বিষয়টি বিধানসভায় তুলবেন তিনি। পাল্টা তৃণমূল পরিচালিত গ্রামপঞ্চায়েতের প্রধান অভিযোগ করলেন, কেন্দ্র একশো দিনে কাজে টাকা না দেওয়ায় থমকে কাজ। পঞ্চায়েত ভোটের আগে রাস্তা-রাজনীতি বাঁকুড়ায়।


কাঁচা রাস্তা একটুও পাকা হয়নি: পাকা রাস্তার ফলক আছে। কিন্তু রাস্তা পাকা হওয়ার লেশমাত্র নেই।রাস্তা তৈরির সরকারি প্রকল্পের ফলক মাটিতে পড়ে গিয়েছে। কিন্তু মাটির কাঁচা রাস্তা এখনও একটুও পাকা হয়নি। আর পঞ্চায়েত ভোটের আগে এই রাস্তা নিয়েই রাজনীতি শুরু হয়েছে বাঁকুড়ায়। বাঁকুড়া এক নম্বর ব্লকের জগদল্লা ২ নম্বর গ্রামপঞ্চায়েত এলাকা। তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতের মাঞ্জুরিয়া গ্রামে গত বছর কেন্দ্রের মনরেগা প্রকল্পের আওতায় পাকা রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়। পঞ্চায়েত ভোটের আগে সোমবার মাঞ্জুরিয়া গ্রাম পরিদর্শনে যান বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। বিধায়ককে সামনে পেয়ে গ্রামবাসীরা জানান, ফলক বসানোই সার, রাস্তার কাজ কিছুই হয়নি। অভিযোগ পেয়ে সরকারি প্রকল্পের ফলক ও এলাকার ভিডিওগ্রাফি করেন বিজেপি বিধায়ক।


সরকারি প্রকল্পের ফলকে উল্লেখিত তথ্য় বলছে, ২০২১-২২ অর্থবর্ষে কাঁচা রাস্তা ঢালাইয়ের জন্য ২ লক্ষ ২৮ হাজার ৭৮৩ টাকা বরাদ্দ করা হয়েছিল। তৃণমূল পরিচালিত জগদল্লা ২ নম্বর গ্রামপঞ্চায়েতের মাধ্যমে কাজ শুরু হয়েছিল ২০২২ সালের মার্চ মাসে। কিন্তু সেই কাজ যে কিছুই হয়নি, ছবিতেই তা স্পষ্ট।  আর এই নিয়েই দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। তিনি বলেন, “রাস্তার কাজ হওয়ার আগেই ফলক। দুর্নীতি হয়েছে। ভিডিওগ্রাফি করলাম। এটা নিয়ে বিধানসভায় সরব হব। বিরোধী দলনেতা ও সবাইকে জানাব।’’

পাল্টা তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের অভিযোগ, কেন্দ্র একশো দিনের কাজের টাকা আটকে রাখাতেই থমকে রয়েছে রাস্তার কাজ।  জগদল্লা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছবি ঘোষ বলেন,“উনি এখন গ্রামে গ্রামে আসছেন। সামনে ইলেকশন তো। উনি একটা নাটক করছেন। এনআরইজিএস থেকে এ হয়ে আছে। কেন্দ্র টাকা দিলেই রাস্তা হবে।’’


গ্রামবাসীরা চাইছেন দ্রুত রাস্তা পাকা হোক। ওই এলাকার এক বাসিন্দা মানিক লাল রায় বলেন, “ফলক লাগিয়েছে। অথচ একটা দানাও পড়েনি। বিডিও সাহেবকে বলেছি। বলছে হবে হবে। টাকা এলে হবে। কবে টাকা আসবে? আমরা গরিব মানুষ বলে কি আমাদের রাস্তার কোনও প্রয়োজন নেই?’’


আরও পড়ুন: Asha Worker Agitation: বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবি, আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার