প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: গাছগাছালির ছায়া পড়ে জলের রং সবুজ বলে ঠাহর হয়ে। তার উপর ইতিউতি চকচক করছে রূপোলি কিছু জিনিস। ঘুম চোখ ভাল করে খুলতেই স্তম্ভিত গ্রামবাসীরা। বুঝতে পারলেন, মরা মাছে থিকথিক করছে গোটা পুকুর। এই ঘটনাকে ঘিরে সকাল সকাল চাঞ্চল্য ছড়াল শালতোড়ায় (Dead Fish in the Pond)। 


শত্রুতার জেরে পুকুরে বিষ ঢেলে মাছ হত্যা! অভিযোগ স্থানীয়দের


বাঁকুড়া (Bankura News) জেলার শালতোড়ার (Saltora News) ঢেকিয়া আঞ্চলের পাবয়া গ্রামের ঘটনা। বৃহস্পতিবার সকালে সেই এই ঘটনা চোখে পড়ে গ্রামবাসীদের। মরা মাছের পরিমাণ প্রায় কয়েক কুইন্টাল বলে দাবি তাঁদের। ইচ্ছাকৃত ভাবে, শত্রুতা বশত কেউ বা কারা এই কাণ্ড ঘটিয়ে থাকবে বলে সন্দেহ তাঁদের। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে ঘুম ভেঙে  উঠে পুকুরের কাছে যেতেই বিষয়টি চোখে পড়ে সকলের। কয়েক কুইন্টাল মরা মাছ পুকুরের জলে ভেসেছিল বলে দাবি তাঁদের। ওই পুকুরের মৎস্যচাষি এবং স্থানীয়দের অভিযোগ, শত্রুতার জেরে বিষ ঢেলে দেওয়া হয় পুকুরের জলে। তাতেই সমস্ত মাছ মারা যায় (Allegation of Enmity)। 


আরও পড়ুন: Bankura: 'শর্ত না মানা'য় গাড়ি থেকে নামিয়ে 'বেধড়ক মার' কারখানার ম্যানেজারকে, গ্রেফতার ৩ তৃণমূল কর্মী


শুধু তাই নয়, এ দিন বিষয়টি সামনে আসার পর মরা মাছ তোলার কাজ শুরু হয়। সেই সময় পুকুরের জল থেকে বিষাক্ত কীটনাশকের বোতলও উদ্ধার হয়েছে বলে দাবি স্থানীয়দের। তাতেই শত্রুতা বশত কেউ এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা দৃঢ় হচ্ছে সকলের। 


থানায় দায়ের হয়েছে অভিযোগ, সঠিক তদন্তের দাবি মৎস্যচাষির


ওই পুকুরের মৎস্যচাষি জানিয়েছেন, ভোর থেকে সকাল হতে না হতেই সমস্ত মাছ জলের উপরে ভেসে ওঠে। তাতে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে তাঁর। এই ঘটনায় শালতোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মৎস্যচাষি। ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি।