দক্ষিণ ২৪ পরগনা: 'দিদিকে বলো’র ধাঁচে এবার অভিষেকের (Abhishek Banerjee) নতুন উদ্যোগ ‘এক ডাকে অভিষেক’। আজ থেকেই চালু হল পরিষেবা। ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ হিসেবে ৮ বছর পূর্তিতে অভিষেকের এই নতুন উদ্যোগ। ‘এক ডাকে অভিষেক’-এর হেল্পলাইন নম্বর ৭৮৮৭৭৭৮৮৭৭।


পরামর্শ, অভিযোগ, সমস্যা, মতামত যা রয়েছে, ফোন করে জানানো যাবে এই নম্বরে। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে ৮ বছর পূর্তিতে পৈলানে সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই এই উদ্যোগের আনুষ্ঠানিক সূচনার কথা বলেন। পাশাপাশি উন্নয়নের খতিয়ান প্রকাশও করা হয় এদিন। 


জানানো হয়েছে ‘সমস্যার সমাধানে সকাল ৯-সন্ধে ৬ পর্যন্ত হেল্পলাইনে ফোন করা যাবে। এক ডাকে অভিষেক'-এর হেল্পলাইন নম্বরে কেউ পরিচয় গোপন রাখতে চাইলে, তাই করা হবে বলেও জানানো হয়েছে। এদিন পৈলানের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘লড়াই করতে হলে উন্নয়নের লড়াই হোক'। পাশাপাশি বিজেপির বিরোধিতায় আক্রমণ শানিয়ে অভিষেকের মন্তব্য বিজেপি শুধু মিথ্যে প্রতিশ্রুতি দেয়। বিজেপি থেকে তৃণমূলে আসার জন্য লাইন দিয়ে রয়েছে। দরজা বন্ধ করে রেখেছি, দরজা খুললে বিজেপি কালবৈশাখী ঝড়ের মতো উড়ে যাবে।’ 


এ দিন অভিষেক আরও বলেন, ‘বিজেপির কাছে ইডি-সিবিআই আছে, তৃণমূলের কাছে মানুষ আছে। বিজেপি বিভাজনের রাজনীতি করে, তৃণমূল শান্তি-উন্নয়নে বিশ্বাস করে। উন্নয়নের খতিয়ান বই আকারে মানুষের কাছে পৌঁছে দেব। সাংসদ তহবিলে যে টাকা পেয়েছি, তাতে কী কাজ করেছি, তার হিসেব দেব।’


অন্যদিকে কোমর বাঁধছে বিজেপিও। পঞ্চায়েত-লোকসভা ভোটকে লক্ষ্য করে ঝাঁপাতে চায় বিজেপি। অ্যাপের মাধ্যমে বুথে বুথে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে গেরুয়া শিবির। হেস্টিংসে রাজ্য নির্বাচনী কার্যালয়ে কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক অরবিন্দ মেননের উপস্থিতিতে প্রশিক্ষণ দেওয়া হয় এ দিন। 


আরও পড়ুন: Malda: বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু কিশোরের, পরিবারে শোকের ছায়া