পূর্ণেন্দু সিংহ, সিমলাপাল: ট্যাঙ্কারের জল খেয়ে অসুস্থ (ill) হয়ে হাসপাতালে ভর্তি হলেন বেশ কয়েকজন মহিলা সহ অন্তত ২০ জন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া (Bankura) জেলার খাতড়া মহকুমার অন্তর্গত সিমলাপালের লক্ষ্মীসাগর দাস পাড়ায়।


স্থানীয় সূত্রে জানা গেছে, এবার গ্রীষ্মের মরশুমে স্থানীয় প্রশাসনের তরফে বেশ কিছুদিন ধরে লক্ষীসাগর গ্রামে ট্যাঙ্কারের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হচ্ছে। শনিবার ওই জল খেয়েই অসুস্থ হয়ে পড়েন দাস পাড়ার বেশ কয়েকজন। বমি ও পায়খানার উপসর্গ নিয়ে তাঁদের সিমলাপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে গুরুতর অসুস্থ তিনজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে।


হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাঁদের পরিবারের লোকজনের দাবি, ট্যাঙ্কারের জল খেয়েই এই সমস্যা তৈরি হয়েছে। বেশ কয়েকজন শিশুও অসুস্থ, তাদের বাড়িতে রেখেই চিকিৎসা করা হচ্ছে। 


এদিকে স্থানীয় বিজেপি নেতা অনিরুদ্ধ ডাঙ্গুরিয়ার অভিযোগ, লক্ষীসাগর গ্রামে জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাইপ লাইন রয়েছে। আছে বেশ কয়েকটি কলও। কিন্তু, তাতে জল পড়ে না। ভোটের আগে চমক হিসেবে ট্যাঙ্কারের মাধ্যমে দাস পাড়া গ্রামে জল সরবরাহ করা হচ্ছিল। আর সেই জল খেয়েই অন্তত ২০ জন অসুস্থ হয়েছেন।


আরও পড়ুন: Cyclone Remal: বিপর্যয়ের আশঙ্কা, দামোদর নদের বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দাদের আশ্রয় শিবিরে সরাল প্রশাসন


অন্যদিকে লক্ষীসাগর অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি ঝন্টু কোটাল বলেন, "বিষয়টি তদন্ত করে দেখা হবে। একটি পাড়াতেই এই সমস্যা হয়েছে। অসুস্থরা প্রত্যেকেই যাতে ঠিকঠাক পরিষেবা পান তার ব্যবস্থা আমরা করছি।"


সিমলাপালের বিএমওএইচ ডাঃ রামাশিস টুডু বলেন, "১৪ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে তিনজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সম্ভবত জল থেকেই এই সমস্যা হতে পারে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাব।"


বিষয়টিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ট্যাঙ্কারের জলে বিষাক্ত কিছু ছিল বলেই আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। অবিলম্বে ওই ট্যাঙ্কারের জল পরীক্ষা করে দেখার দাবিও তুলেছেন কেউ কেউ।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Bangaon News: বিএসএফের বড় সাফল্য, ভারত-বাংলাদেশ সীমান্তে ১২ কোটির সোনার বিস্কুট সহ ধৃত পাচারকারী