মুম্বই: আইনি জটিলতায় বলিউড (Bollywood) অভিনেত্রী আমিশা পটেল (Ameesha Patel)। তাঁর বিরুদ্ধে জারি হয়েছে সমন। মোরাদাবাদের (Moradabad) এক ইভেন্ট কোম্পানির অভিযোগের ভিত্তিতেই অভিনেত্রীকে সমন পাঠিয়েছে আদালত।
আমিশা পটেলের বিরুদ্ধে সমন আদালতের-
সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, ১১ লক্ষ টাকা অগ্রিম নেওয়ার পরও অনুষ্ঠানে না যাওয়ার কারণেই আমিশা পটেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মোরাদাবাদের এক ইভেন্ট কোম্পানি। সেই মামলার পরিপ্রেক্ষিতেই গত ১৯ জুলাই তাঁর আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু অভিনেত্রী আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে সমন জারি করেছে মোরাদাবাদের আদালত। আগামী ২২ অগাস্ট তাঁকে এই মামলায় হাজিরা দিতেই হবে। এমনই নির্দেশ জারি করা হয়েছে আদালতের পক্ষ থেকে।
আরও পড়ুন - Kareena Kapoor Khan: ফের মা হতে চলেছেন করিনা? নিজেই জানালেন সত্যিটা
বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, ২০১৭ সালে একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল আমিশা পটেলের। তার জন্য তিনি অগ্রিম বাবদ ১১ লক্ষ টাকাও নিয়েছিলেন। কিন্তু তিনি সেই অনুষ্ঠানে আসেননি। এমনকি অগ্রিম নেওয়া টাকাও ফেরত দেননি। অভিনেত্রীর বিরুদ্ধে এবং তাঁর তিন সহকারী সুরেশ কুমার, রাজকুমার গোস্বামী, আহমেদ শরিফের বিরুদ্ধে মোরাদাবের ইভেন্ট কোম্পানি অভিযোগ দায়ের করে আদালতের দ্বারস্থ হয়।
আমিশা পটেলের বিরুদ্ধে ইভেন্ট কোম্পানির অভিযোগ-
মোরাদাবাদের ড্রিম ভিশন নামে একটি ইভেন্ট কোম্পানি চালান পবন ভার্মা নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ, ২০১৭ সালের ১৬ নভেম্বর একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল আমিশা পটেলের। সেই জন্য তিনি অগ্রিম ১১ লক্ষ টাকাও নেন। এই টাকার উপর অতিরিক্ত আরও ২ লক্ষ টাকা দাবি করেন আমিশা। কিন্তু ওই ইভেন্ট সংস্থা অতিরিক্ত টাকা দিতে রাজী হননি। এরপরই ওই সংস্থাকে কোনওরকম কিছু না জানিয়েই অনুষ্ঠানে অনুপস্থিত থাকেন আমিশা। ইভেন্ট কোম্পানির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, অগ্রিম বাবদ যে টাকা আমিশা নিয়েছিলেন, সেই টাকাও তিনি ফেরত দেননি। এরপরই আদালতের দ্বারস্থ হয় ওই সংস্থা। আদালতের পক্ষ থেকে অভিনেত্রীর বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। এবং নির্দেশ দেওয়া হয়েছে যে, আগামী ২২ অগাস্ট তাঁকে আদালতে হাজিরা দিতেই হবে।