পূর্ণেন্দু সিংহ , সুতান: বাঁকুড়ার বারো মাইল জঙ্গলে ফিরল বাঘের ভয়। রাস্তায় দেখা মিলল ডোরাকাটার। স্থানীয় ঝোরার কাছে মিলেছে বাঘের পায়ের ছাপও। সেই নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বাঘের গতিবিধির দিকে নজর রেখেছে বন দফতর। বারো মাইল জঙ্গল থেকে বাঘটি ঝাড়গ্রাম অথবা পুরুলিয়ায় প্রবেশ করে পারে বলে মনে করা হচ্ছে। (Bankura News)


রবিবার ভোরে বারো মাইল জঙ্গলের ভিতর সুতানের রাস্তায় বাঘের দেখা মেলে। স্থানীয় বাসিন্দা শুকলাল বেসরা মোটর সাইকেলে চেপে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। বাঘটি যদিও তাঁকে আক্রমণ করেনি। বরং নিজের মতোই জঙ্গলে ঢুকে যায়। আতঙ্কিত অবস্থায় কোনও রকমে জঙ্গল থেকে বেরিয়ে আসেন ওই ব্যক্তি। রানিবাঁধের দিকে ফিরে যান। (Tiger in Bankura)


এলাকায় ফের বাঘ ঢুকেছে জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়েয বারো মাইল জঙ্গলে একটি ঝোরার কাছে বাঘের পায়ের ছাপও মিলেছে। বারো মাইল জঙ্গলের একদিকে ঝাড়গ্রামের কাঁকড়াঝোড় ও বেলপাহাড়ির জঙ্গল, অন্য দিকে, পুরুলিয়ার কুইলাপালের জঙ্গল। বন দফতর মনে করছে, বারো মাইল জঙ্গলথেকে বাঘটি যে কোনও সময় ঝাড়গ্রাম অথবা পুরুলিয়ায় প্রবেশ করতে পারে।


ঝাড়গ্রামের কাঁকড়াঝোর জঙ্গল থেকে বৃহস্পতিবার রাতেই একটি বাঘ পার্শ্ববর্তী বারিকুলের বাগডুবির জঙ্গলে ঢুকে পড়ে। এর পর বাগডুবি গ্রাম লাগোয়া জঙ্গলের রাস্তায় বাঘের পায়ের ছাপ দেখা যায়। শনিবার সকালে আবার বাগডুবির জঙ্গল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সারেঙ্গা ব্লকের সারেশকোলের জঙ্গেল বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা।  একদিন যেতে না যেতে সেই বাঘই আবার বাগডুবির জঙ্গল লাগোয়া বারো মাইল জঙ্গলে ফিরে এসেছে বলে খবর।


এর পরই রবিবার ভোরে জঙ্গলে বাঘের দেখা পান শুকলাল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের কর্মীরা।  সেখানে পাহাড়ি ঝোরার কাছে মাটিতে অসংখ্য পায়ের ছাপ দেখা যায়। পায়ের ছাপ পরীক্ষা করে বন দফতর একপ্রকার নিশ্চিত ওই পায়ের ছাপ বাঘেরই। স্বাভাবিকভাবেই বাঘটি অন্য জঙ্গলে চলে যেতে পারে বলে মনে করছে বন দফতর। 


জঙ্গলমহলে বাঘের আতঙ্ক কাটছেই না। দু'দিন আগেই বেলপাহাড়িতে বাঘের আতঙ্ক দেখা দেয়। অতি দ্রুত বাঘ স্থান পরিবর্তন করছে বলে জানিয়েছে বন দফতর। কিন্তু সমস্যা হল, বাঘটির গলায় রেডিও কলার না থাকায় সমস্য়া হচ্ছে তার অবস্থান বুঝতে। শুক্রবার সকালেও বেলপাহাড়ির ভুলাভেদা রেঞ্জের আমঝরনার জঙ্গলে ফের বাঘ দেখতে পান স্থানীয়রা। সেই নিয়ে মাইকিংয়ে প্রচার চালানো হয়, সতর্ক করা হয় স্থানীয়দের।