পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুরের পরে এবার বাঁকুড়া। ফের কমিটি গড়া নিয়ে প্রকাশ্যে চলে এল তৃণমূলের অন্দরের দ্বন্দ্বের ছবি। বাঁকুড়ার বড়জোড়ায় ব্লক সভাপতির ঘোষিত কমিটি বাতিল করল তৃণমূলের জেলা নেতৃত্ব। বাঁকুড়ায় ফের প্রকাশ্যে চলে এল তৃণমূলের অন্দরের বিরোধ। দলের ব্লক সভাপতিকেই নিশানা করলেন জেলা সভাপতি।
রবিবার বড়জোড়ায় নতুন ব্লক কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন ব্লক সভাপতি কালীপদ মুখোপাধ্যায়। ব্লক কমিটিতে ৪ জন সহ সভাপতি, ৫ জন সাধারণ সম্পাদক, ৯ জন সম্পাদক ও ১৮ জন এক্সিকিউটিভ সদস্যকে স্থান দেওয়া হয়। এনিয়ে বড়জোড়ার ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বেলিয়াতোড়ের অঞ্চল সভাপতি সুকান্ত কর। সুকান্ত বলেন, 'ব্লক সভাপতি হওয়ার পর থেকই কারও সহ্গে আলোচনা করেন না।' এমনকী, জেলা সভাপতিও ব্লক সভাপতির বিরুদ্ধে সরব হয়েছেন। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অলক মুখোপাধ্য়ায় বলেন, 'কোনও আলোচনা না করেই তালিকা বানিয়েছেন ব্লক সভাপতি। রাজ্য নেতৃ্ত্বের নির্দেশ মানা হয়নি। এই কমিটি বাতিল করা হল।' তৃণমূলের বড়জোড়া ব্লক সভাপতি কালীদাস মুখোপাধ্যায় বলেন, 'জেলা সভাপতির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত। উনি কেন একথা বলছেন জানি না। তালিকা পাঠিয়েছি। নেতৃত্ব যা মনে করবে তাই হবে।'সম্প্রতি তৃণমূলের বাঁকুড়া জেলা কমিটি গঠন নিয়ে জেলা সভাপতির বিরুদ্ধে সরব হয়েছিলেন তালডাংরার বিধায়ক। আর এবার পঞ্চায়েত ভোটের আগে আরও একবার সামনে চলে এল বাঁকুড়ায় শাসক শিবিরের কোন্দল।
আর তৃণমূলের কোন্দল সামনে আসতে কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বলেন, 'এভাবেই দলটা শেষ হয়ে যাবে। ব্লক সভাপতি জেলা সভাপতিকে না জানিয়ে কমিটি করেছে।'
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় ব্লক কমিটি ঘোষণা নিয়ে এবার সামনে এসে পড়ল তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব। শুক্রবার, তৃণমূলের ব্লক কমিটি ঘোষণা করেন চন্দ্রকোণা ১ নম্বর ব্লকের সভাপতি মহাদেব মল্লিক। নেতৃত্বের সঙ্গে আলোচনা না করে ঘনিষ্ঠদের কমিটিতে জায়গা করে দিয়েছেন, এই অভিযোগ তুলে দলেরই ব্লক সভাপতির বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের জেলা কমিটির সম্পাদক এবং প্রাক্তন ব্লক সভাপতি। পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের জেলা সম্পাদক সূর্যকান্ত দোলই বলেন, 'ব্লকের অন্যান্য নেতৃত্বদের সাথে আলোচনা না করে মনমতো পছন্দের লোকেদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে দলের পুরানো নেতা কর্মীদের বঞ্চিত করে,নিজে একনায়কতন্ত্র কায়েম করার জন্যই এই ব্লক কমিটি গঠন।'
আরও পড়ুন: ডিএ জট কাটাতে কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসতে রাজ্যকে নতুন সময়সীমা কলকাতা হাইকোর্টের