সৌভিক মজুমদার ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: ডিএ (DA Agitation) জট কাটাতে কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসতে রাজ্য সরকারকে (West Bengal Government) নতুন করে সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । ১০ দিনের মধ্যে কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসতে নির্দেশ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের। ডিএ নিয়ে নয়া ডেডলাইন...ডিএ বৈঠকে এবার নয়া 'ডেডলাইন' বেঁধে দিল আদালত। এবার ১০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হল রাজ্য সরকারকে। বকেয়া ডিএ-র দাবিতে শহিদ মিনারে লাগাতার আন্দোলনে চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। বারবার আদালতের দ্বারস্থ হয়েছে সরকারি কর্মচারীদের সংগঠন। ১৭ এপ্রিলের মধ্যে কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারকে বৈঠকে বসতে নির্দেশ দেওয়া হয়েছিল। সময়সীমা বেঁধে দিয়েছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। মুখ্যসচিব, অর্থসচিব সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকারিকদেরকে বৈঠকে বসতে নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের তরফে। এই সময়সীমার মধ্যে ২ পক্ষের বৈঠক হয়নি। এরপর, সোমবার দ্রুত সরকারি কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসার জন্য রাজ্যকে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। তিনি বলেন, 'শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মচারীদের মৌলিক অধিকার।' রাজ্য সরকারের তরফে বলা হয়, 'কর্মচারীদের তরফ থেকে ৫ জনের নাম দেওয়া হয়েছে। আমরা আলোচনায় বসতে প্রস্তুত।' দিন স্থির করে ১০ দিনের মধ্যে কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসবে রাজ্য, নির্দেশ দেয় আদালত। আলোচনায় বসার সময় কত মহার্ঘ্য ভাতা বকেয়া রয়েছে? এখানে কত পরিমাণে পরিমানে মহার্ঘ্য় ভাতা পাওয়া যায় সেগুলি সরকারকে মাথায় রাখতে হবে। কারণ কর্মচারীদের অভিযোগ এখানে তাঁরা শতাংশের হিসাবে একক সংখ্যার মহার্ঘ্য় ভাতা পান। যেখানে পাশের রাজ্যগুলিতে শতাংশের হিসাবে দুই অঙ্কের মহার্ঘ্য ভাতা পাওয়া যায়। মন্তব্য করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। বকেয়া ডিএ-র দাবিতে এর আগে একাধিকবার কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তা নিয়ে সরকার ও কর্মচারীদের মধ্যে টানাপোড়েন কম হয়নি। এদিন পর্যবেক্ষণে টি এস শিবজ্ঞানম বলেন, সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন। আদালত আশা করে মামলা চলাকালীন কর্মচারীরা কর্মবিরতির পথে যাবেন না। হাইকোর্টের সোমবারের রায়ে খানিকটা হলেও আশাবাদী সরকারি কর্মচারী সংগঠন। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বক্তব্য, 'হাইকোর্টের রায়ে আমরা খুশি। সরকারকে বলা হয়েছে বসার জন্য। আমরা প্রথম থেকেই বসতে চেয়েছিলাম। আলোচনার মাধ্যমে সমাধান আসবে বলে আমরা আশা করছি।' ৮১ দিন ধরে ডিএ-র দাবি নিয়ে শহিদ মিনারের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আদালতের নির্দেশের পর রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে কি বেরিয়ে আসবে সমাধানের পথ? সেই দিকেই তাকিয়ে সব মহল।
Calcutta High Court:ডিএ জট কাটাতে কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসতে রাজ্যকে নতুন সময়সীমা কলকাতা হাইকোর্টের
ABP Ananda | Payel Mazumder | 17 Apr 2023 03:46 PM (IST)
DA Agitation:ডিএ জট কাটাতে কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসতে রাজ্য সরকারকে নতুন করে সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। ১০ দিনের মধ্যে কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসতে নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের।
ডিএ জট কাটাতে কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসতে রাজ্যকে নতুন সময়সীমা কলকাতা হাইকোর্টের