নয়াদিল্লি: ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। অল্পের জন্য প্রাণরক্ষা হয়েছিল। এখনও ক্রাচ নিয়ে হাঁটাহাঁটি করছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রিহ্যাব চলছে তাঁর।


পন্থের মতো একইরকম অভিজ্ঞতা হয়েছিল নিকোলাস পুরানেরও (Nicholad Pooran)। আট বছর আগে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। প্র্যাক্টিস সেরে ফেরার সময়। দুটো অস্ত্রোপচার হয়েছিল ক্যারিবিয়ান ক্রিকেটারের। প্রায় ৬ মাস শয্য়াশায়ী ছিলেন।


আপাতত লখনউ সুপার জায়ান্টসের হয়ে আইপিএলে খেলছেন পুরান। তিনি জানিয়েছেন, পন্থের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে। পুরান বলেছেন, 'খুব কঠিন পরিস্থিতি। এটা এমন একটা সময় যেটা কেউই বুঝবে না। এটা নিয়ে মাঝে মধ্যে ঋষভের সঙ্গেও কথা হচ্ছে। আমাদের সম্পর্ক দারুণ। মাঝে মধ্যে অবসাদ আসতে পারে। হতাশা গ্রাস করতে পারে। কারণ এই সময় মনে দ্রুত সুস্থ হওয়ার ইচ্ছা তৈরি হয়। কিন্তু সেটা ভীষণ কঠিন।'



৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন পন্থ। গুরুতর চোট পান। হাঁটুর অস্ত্রোপচার হয়েছে পন্থের। পুরান বলেছেন, 'মাঝে মধ্যে শারীরিক অবস্থার উন্নতিটা চোখে পড়ে না। জীবনে সকলেই উন্নতি চান। সকলেই মনে করেন দ্রুত সুস্থ হয়ে উঠবেন। কিন্তু সব সময় তা হয় না। ভীষণ কঠিন। তবে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে।' যোগ করেছেন, 'বিশ্বাস করতে হবে যাই হোক না কেন ভালর জন্যই হচ্ছে। প্রশ্ন করলে চলবে না। কারণ এর কোনও উত্তর হয় না। ঈশ্বরকে বিশ্বাস করতে হবে। কঠোর পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে। প্রথম পা ফেললেই উন্নতি চোখে পড়বে। সেটাই সবচেয়ে বড় অনুপ্রেরণা।'


চলতি আইপিএলে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। ৫টি ম্যাচে খেলতে নেমে প্রত্যেকটিতেই হারতে হয়েছে তাদের। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে পঞ্চম ম্যাচের আগে সতীর্থদের উৎসাহ দিতে হাজির হয়েছিলেন ঋষভ পন্থ (Rishav Pant)। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লির অনুশীলনের মাঝে হাজির হয়েছিলেন ঋষভ।


গত ডিসেম্বরে কার্যত প্রাণঘাতী দুর্ঘটনার কবলে পড়তে হয়েছিল তাঁকে। হয় অস্ত্রোপচারও। যে ধাক্কার জেরে এবারের আইপিএলে খেলতে পারছেন না ভারতীয় এই কিপার-ব্যাটার। অবশ্য মাঠে নামতে না পারলেও মাঠের বাইরে প্রবলভাবে দলের সঙ্গে জড়িয়ে রয়েছেন ঋষভ পন্থ। দিল্লিতে তাদের প্রথম হোম ম্যাচে মাঠেও হাজির হয়েছিলেন তিনি। 


আরও পড়ুন: চোটে জর্জরিত সিএসকে, কোহলির ফর্ম আজ ভরসা আরসিবির