পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: নিয়োগ থেকে গরু-কয়লা পাচারে নাম জড়িয়েছে দলের একের পর এক নেতার।  এ বার আরও এক তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে অন্যের জায়গা দখলের অভিযোগ উঠল। অন্যের জায়গা দখল করে তিনি কাঠের কল খুলেছেন বলে অভিযোগ। নেতার বিরুদ্ধে সরব স্থানীয় মানুষজন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা। 


বাঁকুড়ার বেলিয়াতোড় বাজার এলাকার ঘটনা (Bankura News)। অন্যের জায়গা জোর করে দখল করায় অভিযুক্ত তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষ জয়ন্ত দাস। অভিযোগ, বেলিয়াতোড় বাজার এলাকায় অন্যের জমি দখল করে কাঠকল তৈরি করেছেন তৃণমূল নেতা। এই ঘটনায় উত্তাল এলাকা। বিষয়টি নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছেন বিরোধীরাও। 


জমির পরিমাণ প্রায় সাড়ে ৫ কাঠা। অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই জমি জবরদখল করে কাঠকল চালাচ্ছেন জয়ন্ত। শুধু জমি দখল নয়, তাঁর বিরুদ্ধে নিয়ম ভেঙে জঙ্গলের কাছাকাছি জায়গায় কাঠকল তৈরি করে চোরা কারবারে মদত দেওয়ারও অভিযোগ উঠেছে। জমির মালিক বলে নিজে পরিচয় দিয়েছেন দিলীপ মহন্ত নামের এক ব্যক্তি। তিনি বলেন, "আমার জায়গা জবরদখল করে রেখে দিয়েছেন তৃণমূলের নেতা। বিধায়কের ঘনিষ্ঠ উনি। কিছু বলতে গেলে হুমকি দেন। পুলিশের দ্বারস্থ হয়েছি। দেখি কী করে। এ ভাবে আর কত সহ্য করব!"


আরও পড়ুন: Rally Update: ১২ বছর পর রাজ্যের মুখ্যমন্ত্রীর পাড়া দিয়ে পেরলো মিছিল, উঠল 'চোর' স্লোগান


শুধু তাই নয়, এলাকাবাসীর অভিযোগ, জঙ্গল থেকে চোরাই কাঠপাচারের সঙ্গেও যুক্ত তৃণমূল নেতা। এই মর্মে বন দফতরে অভিযোগ করেছেন স্থানীয়রা। এলাকার বাসিন্দা পঞ্চানন শূর বলেন, "জঙ্গলে কাঠ চুরি করে চোরা কারবারিরা। কাছাকাছি মিলে তা পাচার হচ্ছে। কী করে সরকারি সম্পদ পাচার হচ্ছে? কাছাকাছি মিল থাকা উচিত নয়।"


তাঁর বিরুদ্ধে দলের একাংশ ষড়যন্ত্র করছে বলে যদিও অভিযোগ করছেন অভিযুক্ত তৃণমূল নেতা। এ নিয়ে দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ চলছে বলেও দাবি করেছেন তিনি। যদি গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূলের ব্লক নেতৃত্ব। বড়জোড়ায় দলের ব্লক সভাপতি কালীদাস মুখোপাধ্যায় বলেন, "তৃণমূলের বহু নেতা-কর্মী ব্যক্তিগত ব্যবসা করছেন। স্বচ্ছতা থাকলে প্রমাণ করবেন। গোষ্ঠীদ্বন্দ্বের জিগির তোলা উচিত নয়।"


অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বন দফতর।  তৃণমূল নেতার বিরুদ্ধে বেলিয়াতোড় থানা ও বন দফতরে অভিযোগ দায়ের হয়েছে। তবে এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। বিষ্ণুপুরে বিজেপি-র জেলা সভাপতি বিল্বেশ্বর সিংহ বলেন, "আমরা ছাড়ব না। পুলিশের নাকের ডগায় সব ঘটছে। এ নিয়ে আন্দোলনে নামব। মানুষকে অবগত করব আমরা।"