অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: লাইসেন্স এবং কলকাতায় অফিস নেই এমন অ্যাপ ক্যাব সংস্থার বিরুদ্ধে কড়া রাজ্য সরকার (West Bengal Government)। শনিবার অ্যাপ ক্যাব সংস্থা এবং মালিক ও চালক সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে কড়া পদক্ষেপের কথা জানালেন পরিবহণ মন্ত্রী। এদিকে, কিলোমিটার প্রতি নূন্যতম ভাড়ার দাবিতে বৈঠকে সরব হয়েছে অ্যাপ ক্যাব মালিক ও চালক সংগঠনগুলো।


অ্যাপ ক্যাবে কড়া রাজ্য: যাত্রী প্রত্যাখ্যান থেকে অতিরিক্ত ভাড়া। অ্যাপ ক্যাবের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়।এমনকি অ্যাপ ক্যাব সংস্থাগুলির বিরুদ্ধে রয়েছে আরও মারাত্মক অভিযোগ। লাইসেন্স ছাড়াই রাজ্যে ব্যবসা করছে অনেক অ্যাপ ক্যাব সংস্থা। আবার বেশ কিছু অ্যাপ ক্যাব সংস্থার কলকাতায় কোনও অফিস নেই। এই সংস্থাগুলোর বিরুদ্ধে এবার কড়া রাজ্য সরকার। লাইসেন্স ছাড়া ব্যবসা করছে যে সমস্ত অ্যাপ ক্যাব সংস্থা এবং যে সব সংস্থার কলকাতায় অফিস নেই তাদের বিরুদ্ধে কড়া পক্ষেপের কথা জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। অ্যাপ ক্যাব সংস্থা এবং মালিক ও চালক সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে রাজ্যের কড়া মনোভাব স্পষ্ট করে দিয়েছেন পরিবহণ মন্ত্রী। শনিবারের বৈঠকে বাইক ট্যাক্সির হলুদ নম্বর প্লেট করার বিষয়েও আলোচনা হয়। কিলোমিটার প্রতি নূন্যতম ভাড়া ঠিক করার দাবিতে সরব হয়েছে অ্যাপ ক্যাব মালিক সংগঠনগুলো।  অ্যাপ ক্যাব মালিক ও চালক সংগঠনগুলো যাত্রী প্রত্যাখানের সমস্যা সমাধান করতে অনুরোধ করেছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।


ঝামাপুকুর পার্কে বাড়ির কাছেই যুব তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ উঠল মত্ত যুবকদের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল রাত রাত পৌনে ১২টা নাগাদ ৩৮ নম্বর ওয়ার্ডের রঘুনাথ চ্যাটার্জি স্ট্রিটে যুব তৃণমূল নেতা বর্ণ বর্মনের বাড়ির কাছে দাঁড়িয়ে মাদক নিচ্ছিলেন এক যুবক। এর প্রতিবাদ করায়, মত্ত যুবক ফোন করে কয়েকজনকে ডেকে নিয়ে যুব তৃণমূল নেতার ওপর চড়াও হন। বছর তিরিশের যুব তৃণমূল নেতাকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে। হামলার পিছনে রাজনৈতিক যোগ আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় বহিরাগতদের আনাগোনা বাড়ছে। প্রকাশ্যেই বসছে নেশার আসর। প্রতিবাদ করায় শাসকদলের নেতা আক্রান্ত হওয়ায় স্থানীয়দের আতঙ্ক আরও বেড়েছে।


আরও পড়ুন: WHO on Covid-19: কোভিড আর 'বিপদ' নয়? বড়সড় ঘোষণা WHO-এর