চেন্নাই: মধুর প্রতিশোধ হয়তো একেই বলে। ওয়াংখেড়েতে গিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে পরাজয় হজম করতে হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনিদের। এবার নিজেদের ডেরায় রোহিত শর্মাদের হারাল চেন্নাই সুপার কিংস (CSK vs MI)। কার্যত একপেশেভাবে। ১৪০ রান তাড়া করতে নেমে ১৪ বল বাকি থাকতে, মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করল সিএসকে।


এই ম্যাচকে বলা হয় আইপিএলের ক্লাসিকো। হবে নাই বা কেন! দু'দল মিলিয়ে ৯টি আইপিএল জিতেছে। মুম্বই ইন্ডিয়ান্স ৫ বার। চেন্নাই সুপার কিংস (CSK vs MI) চারবার।


আইপিএলের সফলতম দুই দলের লড়াইয়ে প্রথমার্ধেই কিছুটা সুবিধাজনক জায়গায় চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিংহ ধোনির বোলারদের আঁটসাঁট বোলিংয়ের সামনে মাত্র ১৩৯/৮ স্কোরে আটকে যায় মুম্বই ইন্ডিয়ান্স।


টস জিতে মহেন্দ্র সিংহ ধোনি মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন। দলে কোনও পরিবর্তন করেননি ধোনি। অন্যদিকে রোহিত শর্মারা শুরুতেই ধাক্কা খান। টসের সময় রোহিত জানান, চোট থাকায় এই ম্যাচে খেলছেন না তিলক বর্মা। যাঁকে এবারের আইপিএলের অন্যতম আবিষ্কার মনে করা হচ্ছে।


শুরু থেকেই দাপট দেখান সিএসকে বোলাররা। শুরুতেই মুম্বই শিবিরে ধাক্কা দেয় চেন্নাই। তুষার দেশপাণ্ডের বলে ফেরেন ক্যামেরন গ্রিন (৬)। দীপক চাহার পরপর তুলে নেন ঈশান কিষাণ (৭) ও রোহিত শর্মা (০)-কে। ৪ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর দাঁড়ায় ১৯/৩। সূর্যকুমার যাদব ২২ বলে ২৬ রান করে লড়াই চালালেও জাডেজার বলে বোল্ড হয়ে যান।


সিএসকে বোলারদের বিরুদ্ধে লড়াই করলেন একমাত্র নেহাল ওয়াধেরা। ৫১ বলে ৬৪ রান করে তিনিই মুম্বইয়ের সর্বোচ্চ স্কোরার। আইপিএল কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরি। তাঁর জন্যই ভদ্রস্থ স্কোর তোলে মুম্বই।


মুম্বই শিবিরকে চিন্তায় রাখবে অধিনায়ক রোহিতের ফর্ম। রান পাচ্ছেন না রোহিত। নিজের পছন্দের পোজিশন ওপেনিং থেকে নেমে এসেছেন। শনিবার তিনি ৩ নম্বরে নেমে ৩ বলে খেলে শূন্য করে ফিরলেন।




আরও পড়ুন: দুরন্ত কিপিং থেকে দায়িত্বপূর্ণ ব্যাটিং, গুজরাতকে জিতিয়ে কী বললেন ঋদ্ধিমান?




চেন্নাই বোলারদের মধ্যে সেরা মাথিশা পাথিরানা। যাঁকে বেবি মালিঙ্গা বলা হচ্ছে। বোলিং অ্যাকশনে এতই মিল। ৪ ওভারের শেষে ১৫ রানে তিন উইকেট নেন শ্রীলঙ্কার তরুণ। ২টি করে উইকেট দীপক চাহার ও তুষার দেশপাণ্ডের।


যদিও শেষ হিসেবে সেই স্কোর চেন্নাইকে আটকানোর জন্য যথেষ্ট ছিল না। শুরুতেই ১৬ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলে যান রুতুরাজ গায়কোয়াড়। ১৭ বলে ২১ রান করেন অজিঙ্ক রাহানে। ১৮ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন শিবম দুবে।



আরও পড়ুন: রান্নার তেলের বোতলে কেন এমন ঢাকনা থাকে জানেন?