পূর্ণেন্দু সিংহ, ছাতনা (বাঁকুড়া) : ৫ মাস আগে বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিয়েছেন যে নেত্রী, তাঁরই নাম ঠাঁই পেয়েছে গেরুয়া শিবিরের মণ্ডল নেতৃত্বের তালিকায়! চাঞ্চল্যকর অভিযোগ বাঁকুড়ার ছাতনায়। যা নিয়ে তীব্র বাগযুদ্ধ শুরু হয়েছে দুই দলের মধ্যে। যাঁর নাম ঢোকানো নিয়ে বিতর্ক, সেই শৈব্যা মণ্ডল নিজেকে তৃণমূল কর্মী দাবি করে বিজেপি নেতৃত্বকে একহাত নিয়েছেন।
বিজেপির তালিকায় ‘তৃণমূল’!
রবিবারই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। এমন আবহে নতুন বিতর্ক তৈরি হয়েছে এই তালিকাকে কেন্দ্র করে। বিজেপি সূত্রে খবর, শুক্রবার দলের ছাতনা ১ নম্বর মণ্ডল কমিটির তরফে স্থানীয় নেতৃত্বের একটি তালিকা প্রকাশ করা হয়। তালিকায় ১৪ নম্বরে যে নামটি রয়েছে তাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। যেখানে রয়েছে শৈব্যা মণ্ডলের নাম।
তৃণমূলের দাবি
তৃণমূলের দাবি, গত ডিসেম্বরে বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন শৈব্যা মণ্ডল। ছাতনা এক নম্বর মণ্ডলের বিজেপির সহ সভানেত্রী থাকাকালীন পদ্ম শিবির ছেড়েছেন তিনি। নেত্রীও নিজেকে তৃণমূল কর্মী হিসেবেই দাবি করছেন। তিনি বলেছেন, 'আমি তৃণমূলে আছি। তৃণমূল কর্মী হিসেবে কাজ করছি। বিজেপি ছাড়তে বাধ্য হয়েছি, কারণ সাংসদ এমএলএ থাকতেও কোনও সুযোগ সুবিধা পায়নি। আমার অনুমতি না নিয়েই তালিকায় নাম ঢুকিয়েছে বিজেপি।'
বিজেপির পাল্টা
বিজেপির অবশ্য দাবি, শৈব্যা মণ্ডলের অনুমতি নিয়েই তালিকা তৈরি হয়েছে। ছাতনা ১ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি সৌরভ মুখোপাধ্যায় বলেছেন, 'শৈব্যা দল ছেড়েছেন বলে আমাদের কিছু জানাননি। তাঁর অনুমতি নিয়েই নাম রাখা হয়েছে তালিকায়।'
সবমিলিয়ে কে দলে আছে, আর কে নেই, তা নিয়ে বিতর্ক চলছেই। এর মধ্যেই বিজেপির মণ্ডল কমিটির তালিকা নিয়ে তুঙ্গে তরজা।
আরও পড়ুন- রাস্তা ঘেরা নিয়ে তুমুল উত্তেজনা দুর্গাপুরে, বিক্ষোভের মুখে তৃণমূল কাউন্সিলর, হাতাহাতি