তুহিন অধিকারী, বিষ্ণুপুর: লরি ও টেম্পো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু। ৬০ নম্বর জাতীয় সড়কে বাঁকুড়া বিষ্ণুপুর থানার চৌবেটার কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃতদের নাম সুজন পাত্র (৫০) ও হাদু পাত্র (৪৮) । আহত হয়েছেন আরও একজন। এদের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানা এলাকায়। আহতকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে মুরগিবাহী একটি টেম্পো ভ্যান ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বিষ্ণুপুর থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে একটি ১৪ চাকার লরি বেপরোয়া গতিতে বিষ্ণুপুরের দিকে আসছিল। চৌবেটার কাছে আচমকাই টেম্পো ভ্যানটিকে মুখোমুখি ধাক্কা মারে লরিটি। ঘটনাস্থলেই টেম্পো ভ্যানের এক সওয়ারির মৃত্যু হয়। আহত হন ওই টেম্পো ভ্যানের আরও দুই সওয়ারি।
তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। এরপর খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও এক আহতর। পুলিশ দু'টি গাড়িকেই আটক করেছে। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, দ্রুত গতিতে থাকার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে।
আগের দিনই বালিবাহী বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় আহত হন ২ পথচারী। বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুরে ২ পথচারীকে ধাক্কা মেরে দেওয়াল ভেঙে ঢুকে পড়ে বেপরোয়া ট্রাক্টর। আহতদের ভর্তি করা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে (Bisnupur Super Speciality Hospital)। এদিকে হাড়হিম করা দুর্ঘটনার ছবি ধরা পড়ে সিসি ক্যামেরায় (CCTV Camera)। বেপরোয়া গতিতে এগিয়ে এসে প্রথমে পথচারীদের ধাক্কা ও তারপর দেওয়াল ভেঙে টাক্টরটি ঢুকে যেতে দেখা যায়।
শুক্রবার দুপুরে বিষ্ণুপুর শহরের শংকটতলা এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে একটি বালি বোঝাই ট্রাক্টর বেপোরোয়াভাবে এসে দুই পথচারীকে ধাক্কা মেরে একটি দেওয়াল ভেঙে ঢুকে যায়। দুর্ঘটনার পর দ্রুত স্থানীয় মানুষজনই আহত দুই পথচারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।
কয়েক সপ্তাহ আগে বাঁকুড়ার কেঞ্জাকুড়ার কাইতি পাড়ায় গ্রামের রাস্তার ধারে বসে বাসন ধোওয়ার সময় দুর্ঘটনার মুখে পড়েছিলেন স্থানীয় দুই গৃহবধূ। আচমকাই একটি চারচাকা গাড়ি এসে একজনকে ধাক্কা মেরেছিল। অন্যজনকে টেনে হিঁচড়ে নিয়ে যায় বেশ কিছুটা দূরে। পরে গাড়ি ফেলে এলাকা ছেড়ে চম্পট দেয় চালক-সহ গাড়ির আরোহীরা। বাঁকুড়ার কেঞ্জাকুড়ার এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল এলাকায়। আহত দুই গৃহবধূকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল।