পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : পাথরবোঝাই ডাম্পার ও লৌহ আকরিক বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় জখম দুই। গতকাল রাতে ৬০ নম্বর জাতীয় সড়কে বাঁকুড়া (Bankura) সদর থানার মুড়রা এলাকায় দুর্ঘটনাটি (Accident) ঘটে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বাঁকুড়ার দিক থেকে ধলডাঙা মোড়ের দিকে যাচ্ছিল একটি পাথরবোঝাই ডাম্পার। বাঁকুড়ার মুড়রা গ্রামের কাছে উল্টো দিক থেকে আসা লৌহ আকরিক বোঝাই একটি লরি সজোরে এসে ধাক্কা মারে ডাম্পারটিকে। উভয়েই দ্রুত গতির থাকায় দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পর প্রথমে স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান। এরপর খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই গাড়ির চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায়।


এই দুর্ঘটনার জেরে ৬০ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে পুলিশ রাস্তা থেকে সরিয়ে দিলে ফের ৬০ নম্বর জাতীয় সড়কে ফের যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়দের দাবি, ৬০ নম্বর জাতীয় সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণের উপযুক্ত ব্যবস্থা না থাকাতেই বারবার এই ধরনের দুর্ঘটনা।


অন্যদিকে, আজ সকালে অপর একটি সড়ক দুর্ঘটনায় আহত হন লরির চালক ও খালাসি। কাঁকসার বিরুডিহায় ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। 


একটি লরি কলকাতা থেকে আসানসোলের দিকে ২ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় আচমকা সামনের টায়ার ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি আসানসোলগামী একটি ট্রেলারের পিছনে ধাক্কা মেরে ডিভাইডারের উপর উঠে যায়। দুর্ঘটনায় আহত হন লরির চালক ও খালাসি। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ট্রেলারটি দুর্ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে গেলেও, দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে আটক করেছে পুলিশ।