কলকাতা: স্যালাইনকাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই সরিয়ে দেওয়া হল ওষুধ কেনা ও সরবরাহের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে। অপসারিত স্বাস্থ্য দফতরের স্পেশাল কমিশনার চৈতালি চক্রবর্তী। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, দায়িত্বে আনা হল জাতীয় স্বাস্থ্য মিশনের দায়িত্বে থাকা বিশেষ সচিব শুভাঞ্জন দাস। চৈতালিকে দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের পরিকল্পনা ও স্ট্র্যাটেজি বিভাগের দায়িত্ব।

'CC ক্যামেরায় তাঁকে অপারেশন রুমে ঢুকতে দেখা গেলেও, সূত্রের দাবি..'

সূত্রের খবর, স্য়ালাইনকাণ্ডের তদন্তে গঠিত বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে বলা হয়, যেদিন অস্ত্রোপচার হয়, সেদিন রাতে স্ত্রীরোগ বিভাগে ডিউটিতে ছিলেন একজন সিনিয়র RMO. CC ক্যামেরায় তাঁকে অপারেশন রুমে ঢুকতে দেখা গেলেও, সূত্রের দাবি, তিনি অপারেশন করেননি। অস্ত্রোপচার করেন পোস্ট গ্র্য়াজুয়েট ট্রেনিরা।

'ওদেরকে সবসময় সিনিয়র চিকিৎসকদের অধীনেই কাজ করতে হয়'

মুখ্য়সচিব মনোজ পন্থ বলেন, ট্রেনি চিকিৎসকরা, ওদেরকে সবসময় সিনিয়র চিকিৎসকদের অধীনেই কাজ করতে হয়। যথাযথ ডিউটি রস্টারও মেনে চলতে হয়। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, এই নিয়ম লঙ্ঘন করা হয়েছে। এই প্রেক্ষাপটে সোমবার মেদিনীপুর মেডিক্য়ালের তরফে একটি নির্দেশিকা জারি হয়। সেখানে বলা হয়, PGT বা জুনিয়র চিকিৎসকরা একা কোনও সার্জারি করতে পারবেন না। 

'পশ্চিমবঙ্গবাসী মুখ্য়মন্ত্রীর কাছ থেকে জানতে চায়..'

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'আপনি যখন জানছেন যে কর্ণাটক সরকার এই স্য়ালাইন কোম্পানিকে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়ালকে বেশ কয়েক বছর আগে ব্ল্য়াক লিস্টেড করেছে। তারপর আপনি কোন সাহসে, কী পেয়েছেন এমন মধু, যে মধুর জন্য় আপনি সেই কোম্পানিকে স্য়ালাইনের বরাত দিয়েছেন? পশ্চিমবঙ্গবাসী মুখ্য়মন্ত্রীর কাছ থেকে জানতে চায়, কারণ উনি তো সবার উপরে আছেন। মানে স্বাস্থ্য় ব্য়বস্থায় উনি তো মাথা। উনি তো স্বাস্থ্য়মন্ত্রী।'

২০ হাজার স্যালাইন

বুধবার উত্তরপ্রদেশের লখনউ থেকে রাজ্যে এসেছে স্যালাইন বোঝাই ট্রাক। প্রথম দফায় কলকাতা মেডিক্যাল কলেজে আনা হয়েছে ২০ হাজার স্যালাইন। কিছুদিনের মধ্য়ে লখনউয়ের ওই সংস্থার তৈরি রিঙ্গার ল্যাকটেট এখানে আনা হবে।

আরও পড়ুন, নাকে অক্সিজেনের নল, বিকল হয়েছে হৃদপিন্ড, তবুও কুম্ভের টানে প্রয়াগরাজে 'অক্সিজেন বাবা' !

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)