কলকাতা: সাড়ে ৫ ঘণ্টা অতিক্রান্ত। বাঁশদ্রোণীতে কিশোরের মৃত্যুর ঘটনায় এখনও দেখা নেই কোনও জনপ্রতিনিধির। পাটুলি থানার ওসি ঘটনাস্থলে পৌঁছলে তাঁকে ঘিরে ফেলেন স্থানীয়রা। তাঁকে কাদা-জলের মধ্যে দাঁড় করিয়ে শুরু হয় প্রতিবাদ। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে রাস্তা খারাপ। বারে বারে ঘটনা দুর্ঘটনা, তবুও হুঁশ ফেরেনি প্রশাসনের। আজ একটি কিশোরের মৃত্যু হয়ে যাওয়ার পরেও দেখা নেই কোনও জনপ্রতিনিধিরই। স্থানীয়দের দাবি, কাউন্সিলর, বিধায়ক ও সাংসদ না আসলে, তাঁরা ওসি পাটুলিকে ঘেরাও-মুক্ত করবেন না। 


জানা যাচ্ছে, মহালয়ার সকালে পড়তে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল ওই ছাত্র। পায়ে হেঁটেই সে যাচ্ছিল পড়তে। তবে সেই সময়ে রাস্তা সারাইয়ের কাজ চলছিল কলকাতা পুরসভার ১১৩ নম্বর ওয়ার্ডে। সেই সময়ে জেসিবির সামনের বেরিয়ে থাকা অংশ দিয়ে হঠাৎ ওই ছাত্রকে সামনে থাকা গাছের সঙ্গে পিষে দেয় গাড়িটি। অসতর্কতার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। ওই ছাত্রকে ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরেই এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে। অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন থেকে রাস্তা খারাপ। পুজোর মুখে তাড়াহুড়ো করে রাস্তা সারাইয়ের কাজ চলছিল। তার ফলেই এই দুর্ঘটনা। সকাল সাতটা নাগাদ ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে, ওই ছাত্র নবম শ্রেণীর। 


এই ঘটনা ঘটে যাওয়ার পরে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে পুলিশ। পরে সেখানে যান পাটুলি থানার ওসি। কাদাজলে দাঁড় করিয়ে এখনও চলছে বিক্ষোভ। স্থানীয়দের একটাই অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পরবর্তীতে পাটুলি থানার ওসিকে পুলিশের স্পেশাল ফোর্স উদ্ধার করতে এলে হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হয়। সাধারণ মানুষ ও পুলিশের ধস্তাধস্তি লেগে যায়।


এই ঘটনায় ১১৩ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিতা কর মজুমদার বলছেন, 'পুজোর জন্য আমাদের ADB-র কাজ হচ্ছে বলে, রাস্তাঘাট একটু খারাপ আছে। আমার একেবারে বর্ডার এলাকায় পড়ে জায়গাটা। যা শুনলাম, জেসিবি মাটি তুলছিল, পিছিয়ে এসে ওই বাচ্চাটাকে ধাক্কা মারে। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। ঠিকাদার সংস্থা কাজ করছিল। রাস্তায় ড্রেনেজের কাজ হয়েছে, সেটা ঠিক করতে সময় লাগে। ৩ বছর ধরে কাজ চলছে।' এই ঘটনায় দেবাশীষ কুমার বলেন, 'ড্রেনেজের কাজ হচ্ছিল তাই রাস্তা খারাপ ছিল। তবে যে ঘটনা ঘটেছে তা ভুল, এটা মেনে নিতেই হবে। আমাদের আরও সতর্ক থাকা উচিত ছিল।'


আরও পড়ুন: RG Kar News: মহালয়ার সকালে আরজি করে উন্মোচন হল নিহত চিকিৎসকের প্রতীকী মূর্তি


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।