কলকাতা: মহালয়ার আগের রাত থেকে মহালয়ার ভোর। রাতদখল থেকে ভোরদখল। সাধারণ মানুষ প্রতিবাদে পথে নেমেছেন, স্লোগান দিয়েছেন। পথনাটিকা, গানে-নাচে প্রতিবাদে মুখর হয়েছেন হাজার হাজার সাধারণ মানুষ। শহর থেকে জেলা... সমস্ত জায়গাতেই চলেছে প্রতিবাদ। আর এবার প্রতিবাদের আরও এক অন্য মুখ। প্রতিবাদ যেন ভাষা পেল.. মুখ পেল। মহালয়ার সকালে আর জি কর মেডিক্যালে বসল নিহত চিকিৎসকের প্রতীকী মূর্তি। হাসপাতালের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের সামনে এই মূর্তির উন্মোচন করা হল। শিল্পী অসিত সাঁই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


নির্যাতিতার যে ভাস্কর্য তৈরী করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে 'সময়ের কান্না'। শিল্পীর কল্পনায় সেই মূর্তিই যেন প্রতিবাদে দৃপ্ত। মূর্তিটি হল, আকাশের দিকে তাকিয়ে একটি মেয়ে চিৎকার করছে। প্রসঙ্গত, নির্যাতিতার মুখের আদলে এই মূর্তি তৈরি হয়নি। তাঁকে ভাবনায় রেখেই তৈরি করা হয়েছে এই মূর্তি। গতকাল রাতেই এই মূর্তি স্থাপন করা হয়েছে আরজি কর হাসপাতালে। আজ এই মূর্তির উন্মোচন হল। দেবীপক্ষে যেমন মা আসেন, ঠিক তেমনই প্রতিবাদের ভাষা থেকে আজ উন্মোচন করা হল এই মূর্তির। আজ এই মূর্তি উন্মোচনের পরে জুনিয়র ডাক্তারেরা গোলাপ ফুল নিয়ে আসেন নির্যাতিতার প্রতি সম্মান প্রদর্শন করতে।


এই মূর্তি নিয়ে অবশ্য বিরোধীতা করেছেন কুণাল ঘোষ। তিনি লিখেছেন,  'তিলোত্তমার নামে এই মূর্তিটি বসানো সুপ্রিম কোর্টের বক্তব্যের স্পিরিটের পরিপন্থী। কোনো দায়িত্বশীল ব্যক্তি এটা করতে পারেন না। শিল্পের নামেও না। প্রতিবাদ, ন্যায়বিচারের দাবি থাকবেই। কিন্তু মেয়েটির যন্ত্রণার মুখ দিয়ে মূর্তি ঠিক নয়। নিগৃহীতার ছবি, মূর্তি, নামে দেশে গাইডলাইন আছে।'


 






রাত থেকে ভোর, বিচারের দাবিতে পথে মানুষ। মহালয়ার ভোরে মহিষাসুরমর্দিনীর সুরে প্রতিবাদ।  ঘাটে ঘাটে তর্পণ, তিলোত্তমার বিচারের দাবিতে জলে ভাসল প্রতিবাদের প্রদীপ। প্রবল বৃষ্টির মধ্যেই বেহালায় অভয়ালয়া। রাস্তার ধারে মানববন্ধন প্রতিবাদীদের। সবার হাতে উড়ল জাতীয় পতাকা। পুজোয় আছি, উৎসবে নেই, একসুরে গর্জে উঠলেন প্রতিবাদীরা। ভোরের বর্ধমান দিচ্ছে ডাক, তিলোত্তমা বিচার পাক। এই স্লোগান দিয়ে মহালয়ায় ভোর দখল করলেন নাগরিকরা। বর্ধমান শহরের কার্জন গেট এলাকায় মানববন্ধন। শিল্পীরা আঁকলেন ছবি, কেউ ধরলেন গান, তার সঙ্গেই জ্বালানো হল প্রদীপ। চুঁচুড়া আর শ্রীরামপুরেও মহালয়ায় ভোর দখল। ঢাক বাজিয়ে, নাচের তালে প্রতিবাদ জানালেন মহিলারা। প্ল্যাকার্ড নিয়ে শ্রীরামপুর বটতলা থেকে মিছিল করে গঙ্গার ঘাটে এলেন তাঁরা। চুঁচুড়াতেও হল প্রতিবাদ মিছিল। নদিয়ার চাকদাতেও ঢাকের বোলে ধ্বনিত হল প্রতিবাদ। সঙ্গে স্লোগান, তোমার স্বর, আমার স্বর, জাস্টিস ফর আর জি কর।মহিলা ঢাকিদের নিয়ে প্রতিবাদ মিছিলের নেতৃত্বে মহিলারা। কোচবিহার দেবী বাড়ি মন্দিরে সামনে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ভোর দখল। ঢাক-ঢোল-কাঁসর বাজিয়ে প্রতিবাদের বার্তা দিলেন চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ। চিকিৎসককে ধর্ষণ-খুনে ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত উৎসবে ফিরছি না, জানালেন প্রতিবাদীরা। মহালয়ার ভোরে আর জি কর-কাণ্ডের প্রতিবাদ রায়গঞ্জ শহরে। রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে জমায়েত হয়ে শুরু হয় মিছিল। শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় বিদ্রোহী মোড়ে। সাধারণ নাগরিকদের সঙ্গে মিছিলে পা মেলান চিকিৎসকরা। 


আরও পড়ুন: District News: নদীয়ায় যাত্রীবাহী বাস থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, গ্রেফতার ৪


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।