সুনীত হালদার, হাওড়া: ‘বাঁটুলকে দিয়ে এবার করোনা তাড়াতে হবে।’ আজ এই মন্তব্য করলেন বিখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ। আজ সকালে রাজ্যপাল জগদীপ ধনকড় সস্ত্রীক এই প্রবীণ কার্টুনিস্টের সঙ্গে তাঁর শিবপুরে বাড়িতে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। এরপরই ব্যক্তিগত চিকিৎসকদের কাছে এই সরস মন্তব্য করেন নারায়ণ দেবনাথ।


প্রায় দু'বছর করোনা মহামারীর জন্য হাঁসফাঁস অবস্থা। এই কঠিন পরিস্থিতিতে মন ভাল করতে পেতে তাই ভরসা মজাদার কমিকস। বাঙালির প্রিয় বাঁটুল দি গ্রেট, হাঁদাভোঁদা, নন্টে ফন্টের মতো চরিত্রের স্রষ্টা নারায়ণ দেবনাথ আজ বার্ধক্যজনিত রোগে অসুস্থ। ৯৮ বছর বয়সি এই কার্টুনিস্ট বয়সের ভারে এখন কার্যত শয্যাশায়ী। এখন তাঁর মন সতেজ থাকলেও, গত তিন বছর তিনি আর আঁকতে পারছেন না। তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ বছরখানেক আগে তিনি পদ্মশ্রী পুরস্কার পান। কিন্তু সেই পুরস্কার আজও হাতে পাননি।


আজ রাজ্যপাল জগদীপ ধনকড় তাঁর সঙ্গে সাক্ষাতের পর বলেন, তিনি এই প্রবীণ শিল্পীর থেকে আশীর্বাদ নিতে এসেছেন। তিনি তাঁর সৃষ্টির মাধ্যমে সমাজ এবং দেশের সেবা করেছেন। তিনি যে হাতে এখনও পদ্মশ্রী পাননি তা রাজ্যপাল জানেন না।


রাজ্যপাল নারায়ণ দেবনাথের ব্যক্তিগত চিকিৎসক ও পরিবারের লোকজনের কাছ থেকে তাঁর স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন।


নারায়ণ দেবনাথের নাতনি এলিসা দেবনাথ জানিয়েছেন, রাজ্যপাল তাঁদের কাছে এই প্রবীণ কার্টুনিস্টের স্বাস্থ্য সম্পর্কে জানতে চান। তাঁরা রাজ্যপালকে এ ব্যাপারে জানিয়েছেন।


তাঁর ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, ‘বার্ধক্যজনিত অসুখে ভুগছেন নারায়ণবাবু। রাজ্যপালকে স্বাস্থ্য সম্পর্কে অবহিত করা হয়। নারায়ণবাবু বলেছেন, বাঁটুলকে দিয়ে করোনাকে হারাতে হবে।’


এদিকে, ওমিক্রন-আতঙ্কের মাঝেই দেশে করোনায় ফের কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের আজকেরর পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৯২ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৫০৩। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৯৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬২৪।