নয়াদিল্লি: ওমিক্রন-আতঙ্কের (Omicron) মাঝেই দেশে করোনায় ফের কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health & Family Welfare) শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৯২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৯৩ জনের।


গতকাল দৈনিক আক্রান্তের (Daily Case) সংখ্যা ছিল ৮ হাজার ৫০৩। গতকাল দৈনিক মৃত্যুর (Daily Deth Toll) সংখ্যা ছিল ৬২৪।  দেশে এখনও পর্যন্ত করোনায় (Corona) মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৫ হাজার ১২৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৬ লক্ষ ৮২ হাজার ৭৩৬।





 


মহারাষ্ট্রে ওমিক্রন রুখতে এবার কড়া সিদ্ধান্ত নিল উদ্ধব ঠাকরে সরকার। গত কয়েকদিনে মহারাষ্ট্রে বৃদ্ধি পেয়েছে করোনা ভাইরাসের সংক্রমক প্রজাতি ওমিক্রন। তাই শনিবার ও রবিবার ১৪৪ ধারা জারি করল সে রাজ্যের প্রশাসন। 


আরব সাগরের তীরের শহরটিতে জনগণ বা যানবাহনের সমাবেশ, মোর্চা, মিছিল ইত্যাদি এখন নিষিদ্ধ। যারা এই নিয়ম লঙ্ঘন করবে তাঁদের ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা এবং অন্যান্য আইনি মোতাবেক শাস্তি দেওয়া হবে। শুক্রবার মহারাষ্ট্রে সাত ওমিক্রন আক্রান্তের হদিশ মেলে। তাদের মধ্যে রয়েছে এই শিশুও। এদিকে এপর্যন্ত দেশে ২৫ জন নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে জানান স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল। 


আরও পড়ুন: Omicron variant: দেশে বাড়ছে ওমিক্রন, আক্রান্ত শিশুও; উপসর্গ কতটা চিন্তার?