সমীরণ পাল, বরানগর: গতকাল বরানগরের পরিত্যক্ত থানার বাড়ির কাছে বিস্ফোরণের ঘটনার পর আজ ঘটনাস্থলে যায় সিআইডি-র বম্ব ডিসপোজাল স্কোয়াড। বোমা কোথা থেকে এল এবং আরও বোমা রয়েছে কিনা, সে ব্যাপারে সন্ধান করেন বম্ব স্কোয়াড। পুরো বাড়ি ঘুরে দেখেছেন বম্ব স্কোয়াডের আধিকারিকরা। কিন্তু আর কোনও বোমা পাওয়া যায়নি বলে জানা গেছে। ঘটনাস্থলে কুলিং প্রক্রিয়াও চলে । জল ঢালার কাজ চলে। যাতে আর কোনও বোমা থাকলে তা নিষ্ক্রিয় হয়ে যায়, সে জন্যই এই প্রক্রিয়া। জানা গেছে, ফরেন্সিক বিশেষজ্ঞদেরও ডাকা হয়েছে।
শনিবার ঘড়ির কাঁটায় তখন দুপুর প্রায় আড়াইটে। বরানগরের কুঠিঘাটে আচমকা বিকট শব্দ শোনা যায়। বরানগর থানার পুরনো বিল্ডিং-এর কাছে বোমা বিস্ফোরণ হয়। এই ঘটনায় গুরুতর জখম হন ৩ জন।বরানগরের কুঠিঘাটে, গঙ্গার ধারে এখানেই বহু বছর আগে, ছিল বরানগর থানা। বর্তমানে তা বিটি রোডের ধারে সরানো হয়েছে। সম্প্রতি, পুরনো এই বিল্ডিং ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে।শনিবার দুপুরে চলছিল সেই কাজ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ভাঙা ইঁট ও নোংরা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সময়ই আচমকা বিস্ফোরণ হয়। গুরুতর জখম হন ৩ শ্রমিক। তাঁদের সাগরদত্ত মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায়, একজনকে নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে।এছাড়াও জখম হন স্থানীয় এক বাসিন্দা। স্প্লিন্টারের টুকরো এসে লাগে তাঁর মাথায়।
জখম প্রত্যক্ষদর্শী অভিজিত্ চৌধুরী জানান, আমি জানলা খুলে কাজ দেখছিলাম। একটা স্প্লিন্টারের টুকরো ছিটকে এসে লাগে।খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে বিশাল পুলিশ বাহিনী। আসেন স্থানীয় ওয়ার্ড কোঅর্ডিনেটর।
মাটির নীচে কোথাও আরও বোমা আছে কিনা তা দেখে বম্ব স্কোয়াড। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে ফরেন্সিক দল।এ জন্য ফরেন্সিক দলও আসবে। কীভাবে এই পরিত্যক্ত এলাকায় বোমা এল। কে বা কারা মজুত করেছিল। খতিয়ে দেখছে পুলিশ।