সমীরণ পাল, বারাসাত: উত্তর ২৪ পরগনায় মর্মান্তিক ঘটনা। স্কুল বাস থেকে নামার সময় ভয়াবু দুর্ঘটনায় চলে গেল একাদশ শ্রেণির পড়ুয়ার প্রাণ। আর তার থেকেও ভয়াবহ বিষয়, সে খবর জানানোই হল না তাঁর বাবা-মাকে ! এমনকী দুর্ঘটনায় মৃত ছেলের দেহ দেখতে চেয়ে বারাসাত মেডিকেল কলেজে পুলিশের হাতে মার খেতে হল পুত্রহারাদের।


বৃহস্পতিবার বিকেলের ঘটনা।  ভিআইপি রোডে বাস থেকে নামার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় অঙ্গীকার দাশগুপ্ত নামে  সল্টলেক সি এস স্কুলের একাদশ শ্রেণির ছাত্রের। আর সেই ঘটনা মা-বাবাকেই জানানো হল না ! শেষমেষ ছেলের মৃত্যু সংবাদ পেতে হল স্থানীয় রিক্সা চালকের কাছ থেকে। এমনটাই দাবি মৃত পড়ুয়ার অভিভাবকদের। ঘটনার ভয়াবহতার শেষ নয় এখানেই। ছেলের মৃত দেহ দেখতে চেয়ে বাবা-মাকে রীতিমতো নিগৃহীত হতে হল। 


পরিবারের  অভিযোগ, তাঁদেরকে পুলিশের তরফ থেকে কোনও খবর দেওয়া হয়নি। লোক মারফত জানতে পেরে ভি আই পি রোডে ছুটে আসেন তাঁরা। তারপর অনেক প্রশ্ন করার পর পুলিশে জানায়, তাঁদের ছেলেকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর তাঁরা ছুটে যান ওই হাসপাতালে। সেখানে দুর্ঘটনায় মৃত ছেলের দেহ দেখতে চাওয়ায় শোকার্ত বাবা-মায়ের ভাগ্যে জোটে পুলিশের মার! এমনটাই অভিযোগ মৃত পড়ুয়ার বাবা - মায়ের। 


কিন্তু হঠাৎ পুলিশ তাঁদের উপর কেন চড়াও হল ? অভিভাবকদের দাবি,  কীভাবে ছেলের মৃত্য়ু, তা জিজ্ঞাসা করাতেই মারমুখী হয়ে ওঠে পুলিশ। আগাগোড়াই মেলে পুলিশের অসহযোগিতা!  হাসপাতালে ছেলের দেহ দেখতে গেলে, সেখানকার পুলিশ ক্যাম্পে তাঁদের হেনস্থা ও মারধর করা হয় বলে অভিযোগ।  এরপর তাঁদের টেনে হিঁচড়ে বারাসাত থানায় নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ। 


পুলিশের দাবি, মারধর করা হয়নি ,তাঁদেরকে হাসপাতালের ইমার্জেন্সির সামনে থেকে সরিয়ে আনা হয়েছিল। হাসপাতালের তরফ থেকে দাবি,  যে ইমার্জেন্সিতে কর্তব্যরত চিকিৎসকদের চিকিৎসা করতে বাধা দিচ্ছিলেন ওই মৃত ছাত্রের পরিবারের সদস্যরা। তাই পুলিশ তাদের সরিয়ে দিয়েছে।


এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। কেন , দুর্ঘটনা স্থলের কাছেই চারনক হাসপাতাল থাকা সত্ত্বেও ওই পড়ুয়াকে দূরে বারাসাতের হাসপাতালে নিয়ে যাওয়া হল? কেন মৃত্যুর ৪ ঘণ্টা হওয়ার আগেই দেহ পাঠানো হল মর্গে ? কেনই বা মা-বাবাকে খবর দিল না পুলিশ ? কোন যুক্তিতেই বা সদ্য পুত্রহারা  মা - বাবার সঙ্গে এমন অমানবিক আচরণ করল পুলিশ ?  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।