সুজিত মণ্ডল, নদিয়া: ভোট আবহ রাজ্য জুড়ে। এরই মধ্যে নদিয়ায় (Nadia) ভয়ঙ্কর বিস্ফোরণ। নদিয়ার কালীগঞ্জের দেবগ্রামে ভয়াবহ বিস্ফোরণ হয়। টুকরো হয়ে উড়ে যায় দোকানোর শাটার। বিস্ফোরণে ঝলসে গিয়েছেন দোকানের কর্মচারী। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের আরও কয়েকটি দোকান।                         


আজ ভোরে ঘটনাটি ঘটেছে দেবগ্রাম বাস স্ট্যান্ড লাগোয়া গয়না পালিশের দোকানে। জানা গিয়েছে দেবগ্রাম বাসস্ট্যান্ডের কাছে দোকান সহিদুল শেখের। তিনি দোকানে গয়না পালিশের কাজ করতেন, রাতে দোকানেই থাকতেন। আজ ভোরে হঠাৎই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা।  



স্থানীয় লোকজন ছুটে গিয়ে দেখেন দোকানের শাটার উড়ে গিয়ে পড়েছে বেশ খানিকটা দূরে, ধ্বংস স্তুপের চেহারা নিয়েছে দোকান ঘর। ঝলসে গিয়েছে দোকান মালিক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দেবগ্রাম ফাঁড়ির পুলিশ। তারা তাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠান। এই ঘটনায় ওই দোকান সহ আশেপাশের আরো আটটি দোকান বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কিভাবে বিষ্ফোরণ হলো তা জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে এই ঘটনা ঘটেছে।


  
দোকানের আহত কর্মচারীকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে বিস্ফোরণ, খতিয়ে দেখছে পুলিশ।                                     


অন্যদিকে, ভোটের মুখে নদিয়ার রানাঘাটে বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে বোমাবাজি। অভিযোগের তির তৃণমূলের দিকে। রানাঘাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের ব্যানার্জি লেনের ঘটনা। অভিযোগ, গতকাল রাত ৮টা নাগাদ বিজেপির ২৩৮ নম্বর বুথের সভাপতি কল্যাণ ঘোষের বাড়ির সামনে বোমা ছোড়া হয়।


এরপরই দেখা যায় ৩ অপরিচিত যুবক দৌড়ে পালাচ্ছে। রাতেই প্রতিবাদ মিছিল বের করে বিজেপি। অভিযোগ জানানোর পাশাপাশি, রানাঘাট থানার সামনে চলে বিক্ষোভ। নির্বাচন কমিশনেও নালিশ জানিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, বোমাবাজির ঘটনায় হাত রয়েছে ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়দীপ দত্তর। ভোটের আগে মিথ্যা অভিযোগে কালিমালিপ্ত করার চেষ্টা, প্রতিক্রিয়া তৃণমূল কাউন্সিলরের।                   


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে