রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা (বারুইপুর): পথ দুর্ঘটনায় শিশুমৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র হাসপাতাল, পুলিশের সামনেই চলল ভাঙচুর। আতঙ্কে চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।                                         


বৃহস্পতিবার রাতে বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর গনিমাতে রাস্তার পাশে সাইকেলের উপর চার বছরের শানোয়াজ আনসারীকে বসিয়ে তাঁর মামা মোবাইল ফোনের দোকানে রিচার্জ করছিল। সেই সময় ব্যালেন্স হারিয়ে শিশুটি সাইকেল থেকে রাস্তার ওপরে পড়ে যায়। পিছন থেকে চলে আসে একটি ছোট গাড়ি। গাড়িটির পিছনের চাকায় ৪ বছরের শিশু শানোয়াজ আনসারী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে নিয়ে যায় হরিহরপুর প্রাথমিক ব্লক স্বাস্থ্য কেন্দ্রে।                             


আরও পড়ুন, পুজোর সময় মণ্ডপে দর্শনার্থীদের 'প্রবেশাধিকার নিষেধ', নির্দেশ হাইকোর্টের


সেখানে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থলে যায় মল্লিকপুর ক্যাম্পের পুলিশ। তাঁরা মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে চাইলে, শানোয়াজ আনসারীর পরিবারের লোকজন ও গ্রামবাসীরা বাধা দেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে প্রায় শ'খানেক মানুষ জড়ো হয়ে যায়। এরপরে তারা পুলিশের সামনেই ভাঙচুর চালায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।                       


আরও পড়ুন, পুজোর বাজারে মন্দা, 'মন ভাল নেই' বস্ত্রবিপণীদের, তবে রমরমিয়ে বাড়ছে অনলাইন শপিং


আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালে থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। কিছুক্ষণের মধ্যেই বারুইপুর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। উত্তেজিত জনতাকে সরিয়ে দেয় ও মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এই ঘটনায় রীতিমতো ভয়ে আতঙ্কে রয়েছে ওই হাসপাতালে কর্মরত চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা। তারা ২৪ ঘন্টার জন্য পুলিশি নিরাপত্তার দাবি জানিয়েছে। এই ঘটনায় আটক করা হয়েছে ঘাতক গাড়ির চালককে। আজ মৃতদেহটি ময়না তদন্তে পাঠাবে বারুইপুর থানার পুলিশ।