সমীরণ পাল, বসিরহাট: বসিরহাটে প্রকাশ্যে গুলিবিদ্ধ (Basirhat Shootout) হলেন একজন তৃণমূল (TMC) কর্মী। জখম ওই ব্যক্তির নাম আলতাফ মালি। এই ঘটনায় অভিযোগ উঠছে বিজেপির (BJP) দিকে। যদিও তা সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপির স্থানীয় নেতৃত্ব। বর্তমানে গুলিবিদ্ধ ওই তৃণমূল কর্মী কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাতটা ৪০ মিনিট নাগাদ বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পিফাবাজারের বাঁশতলা এলাকার একটি চায়ের দোকানে তৃণমূল কর্মী আলতাফ মালিকে একা পেয়ে  আচমকা আক্রমণ করে কয়েকজন দুষ্কৃতী। তারপর তাঁকে বেধড়ক মারধর করার সঙ্গে সঙ্গে গুলিও চালায়। এর ফলে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন আলতাফ।  এদিকে গুলির আওয়াজ পেয়ে স্থানীয় লোকেরা ঘটনাস্থলে এসে পৌঁছতেই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপরই আলতাফকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করার পর আলতাফের শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে কলকাতার আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন। বর্তমানে আরজি কর হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি রয়েছেন তিনি। আলতাফ আলিকে হাসপাতালে নিয়ে যাওয়া বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের দাবি, লোকসভা ভোটের ফলে কোণঠাসা হয়ে পড়ায় বিরোধীরাই হামলা চালিয়েছে। 


আরও পড়ুন: Weather Update: রাতেও ভারী বৃষ্টি হবে না তো ! ভয়ঙ্কর রূপ নিতে পারে তিস্তা; আতঙ্কে নদী তীরবর্তী বাসিন্দারা; বিপর্যস্ত উত্তরবঙ্গ


স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত পিফা পঞ্চায়েতে এবার প্রচুর ভোটে লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নরুল। সেই কারণেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওই এলাকার সক্রিয় তৃণমূল কর্মী আলতাফকে গুলি করেছে। হামলাকারীরা বোমাভর্তি ব্যাগ সঙ্গে এনেছিল বলে অভিযোগও। 


যদিও বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, তাদের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ধরনের ঘটনা ঘটতে পারে। পুলিশ নিরপেক্ষ তদন্ত চালিয়ে দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দিক।


প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেই চলেছে। শাসকদলের বিরুদ্ধে নানা জায়গায় আক্রমণ চালানোর অভিযোগ উঠছে বিরোধীদের উপর। আবার উল্টো ঘটনাও ঘটতে দেখা যাচ্ছে। যেমন বসিরহাটে গুলিবিদ্ধ হলেন তৃণমূল কর্মী। তেমনি আমডাঙাতেও একজন তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছে। 


আরও পড়ুন: Medinipur Weather: সপ্তাহশেষে বৃষ্টি আসছে? কেমন থাকবে ২ মেদিনীপুরের আবহাওয়া?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।