দীপক ঘোষ, কলকাতা: তৃণমূলের নবজোয়ারের পাল্টা এবার 'পঞ্চায়েত পদযাত্রা' শুরু করছে বিজেপির যুব মোর্চা। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করে টানা ২১ দিন চলবে এই কর্মসূচি। রাজ্যের ৫ হাজার গ্রামে পৌঁছনোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সূত্রের খবর, ছুঁয়ে যাওয়া হবে ২০০টি গ্রামীণ বিধানসভা এলাকা। দুর্নীতির প্রতিবাদে সরব হওয়ার পাশাপাশি পঞ্চায়েত নিয়ে পরিকল্পনার কথাও ভোটারদের কাছে তুলে ধরবে যুব মোর্চার কর্মী সমর্থকরা।
'পঞ্চায়েত পদযাত্রা' শুরু করছে বিজেপি: আসন্ন পঞ্চায়েত নির্বাচন এবং ২৪-এর লোকসভা ভোটের আগে, কোচবিহার থেকে সাগর পর্যন্ত 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচি শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য ভোটের আগে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ। পঞ্চায়েত ভোটের আগে এবার 'তৃণমূলে নবজোয়ার' যাত্রার পাল্টা হিসেবে, 'পঞ্চায়েত পদযাত্রা'র ডাক দিল বিজেপির যুব মোর্চা। গত ২৫ এপ্রিল নবজোয়ার যাত্রা শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা চলবে দু'মাস। সূত্রের খবর, সেখানে বিজেপির যুব মোর্চার এই পঞ্চায়েত পদযাত্রা শুরু হবে জুন মাসের প্রথম সপ্তাহে। চলবে টানা ২১ দিন।
কী কী থাকছে তাতে? বিজেপির দাবি,
- মোট ৫ হাজার গ্রামে পৌঁছবেন যুব মোর্চার কর্মীরা।
- এই কর্মসূচিতে অংশ নেবেন দলের সাংসদ, বিধায়করাও।
- যুব মোর্চার এই পদযাত্রা রাজ্যের এক হাজার গ্রাম পঞ্চায়েতকে ছুঁয়ে যাবে।
- অন্তত ২০০টি গ্রামীণ বিধানসভা এলাকায় পৌঁছনোর পরিকল্পনা করেছে বিজেপির যুব মোর্চা।
- এই পদযাত্রা চলাকালীন যত বেশি সম্ভব ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।
- পদযাত্রার পাশাপাশি গ্রামে গ্রামে হাটসভা ও দেওয়াল লিখনেও হাত লাগাবেন যুব মোর্চার কর্মীরা।
সাংগঠনিক দিকে দিয়ে বিজেপির শক্তিশালী এলাকা উত্তরবঙ্গের কোচবিহার থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের জলপাইগুড়ি থেকে পঞ্চায়েতের পদযাত্রা শুরু করছে বিজেপির যুব মোর্চাও। বিজেপির দাবি, এই কর্মসূচির মাধ্যমে পঞ্চায়েতে লাগামছাড়া দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি পঞ্চায়েত নিয়ে তাদের নির্দিষ্ট পরিকল্পনার কথাও তুলে ধরা হবে ভোটারদের কাছে।
আরও পড়ুন: Causes of Sweating: গরম বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ঘামতে শুরু করি কেন, এর পেছনে বৈজ্ঞানিক কারণ কী ?