কলকাতা: বেহালায় (Behala Accident) লরির ধাক্কায় সাত বছরের সৌরনীল সরকারের মৃত্যুতে এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলাকারী আইনজীবী আর্জি জানিয়েছেন, রাজ্যজুড়ে যত স্কুল আছে প্রতিটি স্কুলের সামনে যেন ট্রাফিক সিগনাল ঠিকভাবে মানা হয়। স্কুলে ঢোকা ও বেরনোর সময় যাতে ঠিকঠাক গাইডলাইন মানা হয় সেই ব্যাপারে নির্দেশ দিক আদালত। প্রতিটি স্কুল যেগুলো রাস্তার কাছাকাছি সেখানে 'গাড়ি আস্তে চালান' এই কথাটা তিনটি ভাষায় যেন থাকে। প্রধান বিচারপতির বেঞ্চে চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।


একমিনিটও এক জায়গায় স্থির হয়ে দাঁড়াত না ৭ বছরের ফুটফুটে ছেলেটা। সে - ই আজ চিরঘুমে। চিরঘুমে সৌরনীলের দূরন্তপনা।তার দুষ্টুমিভরা মুখ। বেপরোয়া লরিতে পিষে সাত বছরের ফুটফুটে শিশুর মৃত্য়ুর ঘটনা নাড়িয়ে দিয়েছে শহরবাসীকে। আর প্রাণোচ্ছ্ল ছেলেটা চলে যাওয়ার পর, সতর্ক হয়েছে পুলিশ। আর এবার শিশু মৃত্যুর ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে। (Calcutta High Court) মঙ্গলবার সৌরনীলের বাবা সরোজকুমার সরকারের অস্ত্রোপচার হয়। দুর্ঘটনায় তাঁর বাঁ পায়ের হাড় দু'টুকরো হয়ে গেছিল।


বেহালার ঘটনা (Behala) থেকে শিক্ষা নিয়ে শহরের রাস্তায় পণ্যবাহী যান চলাচলে নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। সেখানে, বন্দর এলাকা ছাড়া সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের রাস্তায় পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বড় ও ভারী পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে।তবে ওষুধ, দুধ, সবজি, ফল, LPG ও অক্সিজেন সিলিন্ডার সরবরাহের মতো জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় রয়েছে। এই সমস্ত গাড়ি সকাল ৮টা পর্যন্ত এবং বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলাচল করতে পারবে।  ছোট ও মাঝারি পণ্যবাহী গাড়ি চলাচলের সময় বেঁধে দেওয়া হয়েছে রাত ১০টা থেকে সকাল ৬টা এবং দুপুর ১২টা থেকে বিকাল ৪টে পর্যন্ত। সোমবার কলকাতা পুলিশের তরফে এই নির্দেশিকা জারি হওয়ার পরেই মঙ্গলবার সকাল থেকে শুরু হয় যান শাসন। সেন্ট্রাল অ্যাভিনিউতে জোড়াবাগান ট্রাফিক গার্ডের তরফে চলে ধরপাকড়। 


এদিকে, বেহালার মর্মান্তিক দুর্ঘটনা থেকে আদৌ যে কোনও শিক্ষা হয়নি, তার প্রমাণ মিলেছে মঙ্গলবার। ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালের সামনে এমজি রোডের ওপর স্কুলের সামনে আবাসিক।ছাত্রকে ধাক্কা মারে বেপরোয়া ট্যাক্সি। গুরুতর আহত হয় ১০ বছরের বালক। হুগলির ডানকুনিতে আবার মেয়েকে স্কুল থেকে নিয়ে ফেরার পথে বাবাকে ধাক্কা মারে বেলাগাম গতিতে যাওয়া একটি লরি। ক্লাস টু-রপড়ুয়া অক্ষত থাকলেও, গুরুতর জখম হন বাবা।


আরও পড়ুন: Education Commission: রাজ্য়ে তৈরি হতে চলেছে শিক্ষা কমিশন, কীভাবে কাজ? নেতৃত্বে কারা?