ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: বেসরকারি স্কুলের লাগামছাড়া ফি সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখার জন্য়, শিক্ষা কমিশন (Education Commission) তৈরিতে সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা। ২২শে অগাস্ট আবার বিধানসভার অধিবেশন শুরু হবে। তখন এই সংক্রান্ত বিল পেশ করা হতে পারে।

  


শিক্ষা কমিশন তৈরিতে সিলমোহর: স্বাস্থ্যের পর এবার শিক্ষা। রাজ্য়ে তৈরি হতে চলেছে শিক্ষা কমিশন। সোমবার এই কমিশন তৈরির প্রস্তাবে সিলমোহর দেয় মন্ত্রিসভা। স্বাস্থ্যের মতো শিক্ষাক্ষেত্রেও নানা সময় নানা অভিযোগ ওঠে। কখনও লাগামছাড়া ফি-বৃদ্ধি, তো কখনও এক স্কুলের সঙ্গে অন্য স্কুলের ফিতে কোনও সাযুজ্য না থাকার অভিযোগ করেন অভিভাবকরা। এই অবস্থায়, দীর্ঘদিন ধরেই শিক্ষা কমিশন তৈরির কথা ভাবনা-চিন্তা করা হচ্ছিল। ২০১৭ সালেই একবার, বেসরকারি স্কুল কর্তৃপক্ষগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন খোদ মুখ্য়মন্ত্রী। তখনই তাঁর মুখে শোনা গেছিল কমিশন তৈরির কথা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “ইন্টারফেয়ার করতে চাই না। কমিশন তৈরি করে দিচ্ছি।’’                                                       

বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি নিয়ে এর আগেও একাধিকবার অভিযোগ উঠেছে। করোনাকালে যে নিয়ে বেশ কিছু জায়গায় বিক্ষোভও হয়েছিল। পাশাপাশি ফি সংক্রান্ত বিষয় নিয়ে অভিভাবকদের অভিযোগ পৌঁছেছিল আদালতের দরজাতেও। সোমবার মন্ত্রিসভার বৈঠকে, এই শিক্ষা কমিশন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রস্তাবিত কমিশনের নেতৃত্বে থাকবেন,হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। তিনি-সহ প্রস্তাবিত কমিশনে থাকবেন ১১ জন সদস্য়। যার মধ্য়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ, মধ্য়শিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্য়মিক শিক্ষা সংসদের সভাপতি ছাড়াও থাকবেন শিক্ষা দফতরের মনোনীত ২ জন শিক্ষাবিদ। CBSE এবং ICSE- একজন করে প্রতিনিধিও এই প্রস্তাবিত কমিশনে থাকবেন। ব্রাত্য বসু বলেন, “একজন অবসরপ্রাপ্ত বিচারপতি মাথায় থাকবেন। মূলত সকুলের ফিজে নজরদারি করা হবে। বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে রাজ্য সরকার করেছে, এবার বেসরকারি স্কুলের ক্ষেত্রে করা হবে।’’ সূত্রের দাবি, ২২শে অগাস্ট আবার বিধানসভার অধিবেশন শুরু হবে। তখন এই ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুলস রেগুলেটরি বিল ২০২২ বিধানসভায় পেশ করা হতে পারে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Bratya Basu: 'সানগ্লাস না যেন পরে না যায়, হেঁট হয়ে হওয়ার সময়' কটাক্ষ শিক্ষামন্ত্রীর


Education Loan Information:

Calculate Education Loan EMI